ফলাফলে গড়মিল, বিজয়ী ঘোষণার পর ফের পরিবর্তন জয়ী প্রার্থীর নাম

- আপডেট সময়ঃ ০৭:১৬:১৩ অপরাহ্ন, সোমবার, ১৫ সেপ্টেম্বর ২০২৫
- / ২১ বার পড়া হয়েছে
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) নির্বাচনে হল সংসদ ফলাফলে নানা রকমের ক্রুটির অভিযোগ উঠেছে। হল সংসদের জয় লাভ করা প্রার্থীদের নাম প্রকাশ করার, কিছুক্ষণ পর ফের পরিবর্তন করা হয় বিজয়ীদের নাম।
গত শনিবার (১৩ সেপ্টেম্বর) দীর্ঘ ৪২ ঘন্টা ভোট গণনার পর অবশেষে বিকাল সাড়ে ৫ টায় বিশ্ববিদ্যালয়ের ২১ টি হল সংসদের ভোট গণনার ফলাফল প্রকাশ করা হয়। যেখানে শহীদ রফিক-জব্বার হলের ডাইনিং ও ক্যান্টিন সম্পাদক পদে আশরাফুল ইসলামকে(১৩২) সর্বোচ্চ ভোট পেয়ে বিজয়ী ঘোষণা করা হয়।
নির্বাচন কামিশনের তথ্য মতে, রফিক-জব্বার হলের ডাইনিং ও ক্যান্টিন সম্পাদক পদে চার প্রার্থী প্রতিদ্বন্দিতা করেন। যেখানে প্রাথমিক গণনায় আশরাফুল (১৩২),রিফাত (১২৯),ইউসুফ (১২৫) ও সায়েম (১২৩) ভোট লাভ করেন। চার প্রার্থীর মোট ভোট দাঁড়ায় ৫০৯টি, যা হলের মোট গ্রহণের ভোটের চেয়ে ৪০টি বেশি। ফলাফল প্রকাশের পর এই অসংগতি চোখে পরায় পুনরায় ভোট গণনা করে দ্বিতীয় অবস্থানে থাকা রিফাত (১২৯) কে বিজয়ী ঘোষণা করা।
এ বিষয়ে শুরুতে বিজয়ী হওয়া প্রার্থী আশরাফুল ইসলাম বলেন, ‘অফিসিয়াল ঘোষণায় আমি জয়ী হয়েছিলাম। আমি ছিলাম না, পরে আমাকে কলে জানানো হয় আমি জয়ী হতে পারি নি। গণনায় ভুল হয়েছে। দীর্ঘ সময় ভোট গণনা করেও এমন ভুল আসলেই কাম্য নয়।
রফিক-জব্বার হলের প্রভোস্ট অধ্যাপক আব্দুস সাত্তার জয় বলেন, ম্যানুয়ালি ভোট গণনার জন্য এই ভুল হয়েছে। দুই টালিতে ভোট গণনা হয়।যেখানে আশরাফুল ৪২ও ৫০ মিলে ৯২ ভোট প্রায়। কিন্তু গণনার সময় বাংলা, ইংরেজি মিক্সে ৪২ কে ৮২ ধরে তার ভোট ধরা হয় ১৩২। কিন্তু আমরা সাথে সাথে পুনরায় মূল্যায়ন করে আশরাফুলকে জানানো হয়। তবে আমরা এই ভুলের জন্য অনুতপ্ত।
অন্যদিকে জাহানারা ইমাম হল থেকে এজিএস পদে লামিয়া জান্নাত ও সাদিয়া জান্নাতকে একই ভোট (১১৩) জয়ী হয়েছে জানিয়ে ফলাফল ঘোষণা কর হয়। এবং জানানো হয় দুইজন ছয় মাস করে এক বছরের দায়িত্ব পালন করবে। তবে পরবর্তীতে ভোটের ‘টিক চিহ্ন’ নির্দিষ্ট ঘরের বাইরে চলে যাওয়ায় লামিয়া জান্নাতের একটি ভোট বাতিল করা হয়।
এ বিষয়ে লামিয়া জান্নাত বলেন, নির্বাচন কমিশন থেকে আমাদের দুইজনকে বিজয়ী ঘোষণা করা হয়েছিল। কিন্তু পরে শুধু ‘টিক চিহ্ন’ একটু বক্সের বাইরে যাওয়ায় আমার ভোটটা বাতিল করা হয়। অথচ অন্য হলের ক্ষেত্রে এটি হয়নি। যেহেতু ভোট গণনা করা হয়েছে হাতে, তাই এই ভোটটা বাতিল করার কথা না।”
সার্বিক বিষয়ে জানতে চাইলে প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক মনিরুজ্জামান বলেন, ‘ভোট গণনায় তেমন ভুল হওয়ারা কথা না। সকলে যথাসাধ্য নির্ভুল করার চেষ্টা করেছে। তবে ফলাফল নিয়ে কারো যদি কোনো অভিযোগ করে যে যেনো জাকসুর সভাপতি বরাবর লিখিত অভিযোগ দেয়। অভিযোগের ভিত্তিতে ব্যবস্থা নেওয়া হবে।