ফ্যাসিবাদের সমর্থকদের আইনের আওতায় আনা উচিত: রিজভী

- আপডেট সময়ঃ ০৬:৫৯:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ২ সেপ্টেম্বর ২০২৫
- / ২৪ বার পড়া হয়েছে
জাতীয় পার্টির সমালোচনা করে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, ফ্যাসিবাদকে সহায়তাকারীদের বিচার চায় জনগণ।
মঙ্গলবার জাতীয় প্রেস ক্লাবে ‘উত্তরাঞ্চল ছাত্র ফোরাম’ আয়োজিত এক আলোচনা সভায় রিজভী এই মন্তব্য করেন। অনুষ্ঠানটি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কারামুক্তি দিবস উপলক্ষে অনুষ্ঠিত হয়।
রিজভী বলেন, আপনারা কুলিং, আপনারা কি বলে একটা কুলিং টাইম চান। যে শেখ হাসিনা নাকি ক্ষমতায় এসে দুই বছর একটা কুলিং টাইম দিয়েছিলেন তারপরে টর্চার করেছেন। বিএনপি কখনো টর্চার বিশ্বাস করে না। কুলিং টাইম আবার কিসের? আর বিএনপি তো ক্ষমতাই নেই। এখন তো নির্বাচনই হয়নি। বিএনপি কখনো কোনোভাবে কোনো অবস্থাতেই বেআইনি কোনো ধরনের অত্যাচার নির্যাতন নিপীড়ন এটাতে বিশ্বাসী নয়। প্রত্যেকে যারা বসে আছেন বা সামনে বসে আছেন সর্বনিম্ন ৫০টা সর্বোচ্চ ৫০০টা মামলায় আমরা প্রত্যেকেই আক্রান্ত। তো আমরা নিজেরা যেখানে আক্রান্ত অন্যকে কেউ অত্যাচারিত হোক অন্য কেউ লাঞ্ছিত হোক নির্যাতিত হোক সেটা আমরা চাই না। কিন্তু যারা ফ্যাসিবাদকে সমর্থন দিয়ে তাদের বয়ানের সঙ্গে গলায় সুর মিলিয়ে যারা কাজ করেছে তাদের আইনের আওতায় এনে, তাদের বিচার জনগণ দেখতে চায়। অবশ্যই তাদের বিচার জনগণ দেখতে চায়।
তিনি অভিযোগ করেন, “২০১৪ সালের নির্বাচনে বিএনপি না গেলে আপনারা গেলেন। ২০১৮ সালেও একইভাবে সরকারের সুবিধাভোগী ছিলেন। ভারত থেকে অনুমতি না নিয়ে কথা বলবেন না— এমন মন্তব্য করেছেন আপনাদের নেতা জিএম কাদের। তাহলে আপনারা বাংলাদেশের রাজনৈতিক দল, না ভারতের?”
রিজভী আরও বলেন, “বিএনপি টর্চার বা নিপীড়নে বিশ্বাস করে না। ফ্যাসিবাদকে সহায়তাকারীদের বিচার একদিন জনগণ দেখতে চায়।”
সাংবাদিকদের প্রসঙ্গে তিনি বলেন, “যারা সত্য লিখেছে, তারা কারাবরণ করেছে বা খুন হয়েছে। আর যারা আওয়ামী লীগের দাসত্ব করেছে, তারাই আজ বড় বড় কথা বলছে।”
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন বিএনপি পরিবারের আহ্বায়ক আতিকুর রহমান রুমন, বিএফইউজে নেতা কাদের গণি চৌধুরী, বিএনপির মিডিয়া সেলের আহ্বায়ক ডা. মওদুদ হোসেন আলমগীর পাভেল ও মীর হেলাল প্রমুখ।