মোঃ জুয়েল হোসাইন :
বান্দরবানে বঙ্গবন্ধু জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্ট সেমিফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। এতে শ্রীমঙ্গল সিলেট একাদশ ক্লাবকে ১-০ গোলে পরাজিত করে আবাহনী ক্রীড়া দোহাজারী চট্টগ্রাম একাদশ চ্যাম্পিয়ন হওয?ার গৌরব অর্জন করে।
মঙ্গলবার ( ৭জুন) বিকালে ৩টায় বান্দরবান স্টেডিয়াম মাঠে জেলা প্রশাসনের আয়োজিত খেলায় প্রধান অতিথি ছিলেন বান্দরবানে জেলা প্রশাসক ইয়াসমিন পারভীন তিবরীজী!
বান্দরবান জেলা অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সুরাইয়া আক্তার সুইটি, সহ জেলা ম্যাজিস্ট্রেট উম্মে কুলসুম সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আরও বান্দরবান জেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক ও সভাপতি নেত্রীবৃন্দ প্রমুখ।
ফাইনাল আগামী ১০জুন খেলা হবে!
খেলায় আবাহনী ক্রীড়া দোহাজারী চট্রগ্রাম একাদশ ও শ্রীমঙ্গল সিলেট একাদশ ক্লাব মধ্যে জমজমাট লড়াইয়ে ১-০ গোলে আবাহনী দোহাজারী চট্টগ্রাম একাদশ ক্লাব পরাজিত করে চ্যাম্পিয়ান হয়। খেলায় সেরা গোলদাতা নির্বাচিত হন বিজয়ী ৪নং জার্সি! ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হয় আবাহনী ক্রীড়া চট্টগ্রাম একাদশ দলে খেলোয়ার ইমন! আজকের দু’পক্ষের খেলার মধ্যে খেলার শেষ ২মিনিট আগে খুব দারুন গোল করেছে আবাহনী ক্রীড়া দোহাজারী একাদশ ক্লাব ৪নং জার্সি খেলোয়াড় ইমন! টুর্ণামেন্ট সেরা নির্বাচিত হন ।খেলা পরিচালনা করেন সচিব লক্ষীপদ দাশ ও অনন্য সদস্যবৃন্দ!
সর্বশেষঃ
বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্ট সেমিফাইনালে আবাহনী ক্রীড়া দোহাজারী চট্রগ্রাম একাদশ ক্লাব চাম্পিয়ান
-
দৈনিক আইন বার্তা
- আপডেট সময়ঃ ০৬:৪৮:১৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ জুন ২০২২
- ২৩২ বার পড়া হয়েছে
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ