ঢাকা, বুধবার, ০৫ নভেম্বর ২০২৫ | ই-পেপার

বন্যায় পানির স্রোতে ভেসে যাওয়া মানুষ উদ্ধার করলেন আনসার ব্যাট্যলিয়ান সদস্য 

মোঃ জুয়েল হোসাইন, বান্দরবান জেলা প্রতিনিধি :
  • আপডেট সময়ঃ ১১:৩৪:৫৩ অপরাহ্ন, সোমবার, ১৪ অগাস্ট ২০২৩
  • / ১৯৭ বার পড়া হয়েছে

ভয়াবহ বন্যায় যখন বান্দরবানের সাধারন মানুষ পরিবার-পরিজন,বাড়ি-ঘর ও জীবন বাচাতে ব্যস্ত তখন বন্যা দুর্গতদের জন্য নিরবে কাজ করে যাওয়া এক যোদ্ধার দেখা মিললো।

তিনি আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী তে কর্মরত এক মানবিক সদস্য মো.জাহাঙ্গীর আলম। জানা যায়,৭ই আগস্ট দুই ঘন্টার তুমুল বৃষ্টিতে বান্দরবান বাস টার্মিনাল এলাকাটি ৬ থেকে ৭ ফুট পানির নিচে তলিয়ে যায়।

মুহুর্তেই বাস টার্মিনাল থেকে গনেশ পাখি চত্বরের হিলাবার্ড মোড় পর্যন্ত পানিতে তলিয়ে যায়।এমন সময় সরকারি দায়িত্ব পালনকালে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্য এফএস জাহাঙ্গীর আলমের নজরে আসে কয়েক জন ব্যাক্তি সাঁতরাতে পারছেন না এবং পানির প্রবল শ্রোতে মুহুর্তেই ভেসে যাওয়ার উপক্রম।

তখন তিনি জীবনের মায়া ত্যাগ করে অথৈ পানিতে ঝাঁপিয়ে পড়ে চারজনকে জীবিত উদ্ধার করে নিরাপদ জায়গায় সরিয়ে আনেন।

এবিষয়ে, চাকরিসুত্রে বান্দরবানে কর্মরত শরীয়তপুর জেলার সন্তান আনসার ব্যাট্যলিয়ন সদস্য এফএস জাহাঙ্গীর আলম বলেন,একটি উঁচু স্থানে অবস্থান করে দাপ্তরিক দায়িত্ব পালনকালে ছবি এবং ভিডিও ফুটেজ সংগ্রহ করছিলাম।

হঠাৎ খেয়াল করলাম চোখের সামনে একসাথে চারজন স্রোতে ভেসে যাচ্ছে।তাৎক্ষণিক আমি পানিতে ঝাঁপ দেই এবং চারজনকেই উদ্ধার করতে সামর্থ্য হই।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

বন্যায় পানির স্রোতে ভেসে যাওয়া মানুষ উদ্ধার করলেন আনসার ব্যাট্যলিয়ান সদস্য 

আপডেট সময়ঃ ১১:৩৪:৫৩ অপরাহ্ন, সোমবার, ১৪ অগাস্ট ২০২৩

ভয়াবহ বন্যায় যখন বান্দরবানের সাধারন মানুষ পরিবার-পরিজন,বাড়ি-ঘর ও জীবন বাচাতে ব্যস্ত তখন বন্যা দুর্গতদের জন্য নিরবে কাজ করে যাওয়া এক যোদ্ধার দেখা মিললো।

তিনি আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী তে কর্মরত এক মানবিক সদস্য মো.জাহাঙ্গীর আলম। জানা যায়,৭ই আগস্ট দুই ঘন্টার তুমুল বৃষ্টিতে বান্দরবান বাস টার্মিনাল এলাকাটি ৬ থেকে ৭ ফুট পানির নিচে তলিয়ে যায়।

মুহুর্তেই বাস টার্মিনাল থেকে গনেশ পাখি চত্বরের হিলাবার্ড মোড় পর্যন্ত পানিতে তলিয়ে যায়।এমন সময় সরকারি দায়িত্ব পালনকালে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্য এফএস জাহাঙ্গীর আলমের নজরে আসে কয়েক জন ব্যাক্তি সাঁতরাতে পারছেন না এবং পানির প্রবল শ্রোতে মুহুর্তেই ভেসে যাওয়ার উপক্রম।

তখন তিনি জীবনের মায়া ত্যাগ করে অথৈ পানিতে ঝাঁপিয়ে পড়ে চারজনকে জীবিত উদ্ধার করে নিরাপদ জায়গায় সরিয়ে আনেন।

এবিষয়ে, চাকরিসুত্রে বান্দরবানে কর্মরত শরীয়তপুর জেলার সন্তান আনসার ব্যাট্যলিয়ন সদস্য এফএস জাহাঙ্গীর আলম বলেন,একটি উঁচু স্থানে অবস্থান করে দাপ্তরিক দায়িত্ব পালনকালে ছবি এবং ভিডিও ফুটেজ সংগ্রহ করছিলাম।

হঠাৎ খেয়াল করলাম চোখের সামনে একসাথে চারজন স্রোতে ভেসে যাচ্ছে।তাৎক্ষণিক আমি পানিতে ঝাঁপ দেই এবং চারজনকেই উদ্ধার করতে সামর্থ্য হই।