ঢাকা, বুধবার, ০৫ নভেম্বর ২০২৫ | ই-পেপার

বর্ণাঢ্য আয়োজনে বান্দরবানে বিশ্ব জনসংখ্যা দিবস উদযাপন

মোঃ জুয়েল হোসাইন, বান্দরবান জেলা প্রতিনিধি :
  • আপডেট সময়ঃ ১১:৩৪:৩০ অপরাহ্ন, বুধবার, ১২ জুলাই ২০২৩
  • / ১৭২ বার পড়া হয়েছে

“ জেন্ডার সমতাই শক্তি: নারী ও কন্যা শিশুর মুক্ত উচ্চারণের হোক পৃথিবীর অবারিত সম্ভাবনার দ্বার উন্মোচন ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে বর্ণাঢ্য র‌্যালী ও আলোচনা সভার মধ্য দিয়ে বান্দরবানে বিশ্ব জনসংখ্যা দিবস উদযাপিত হয়েছে।

বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষ্যে বান্দরবান জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের আয়োজনে বঙ্গবন্ধু মুক্তমঞ্চের সামনে থেকে একটি বর্ণাঢ্য র‌্যালী বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে অরুন সারকি টাউন হলে গিয়ে শেষ হয়।

র‌্যালী শেষে অরুন সারকি টাউন হলে দিবসটি উপলক্ষ্যে অনুষ্ঠিত হয় এক আলোচনা সভা ।

বান্দরবান জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের উপ-পরিচালক ডা.অংচালু এর সভাপতিত্বে এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ক্য শৈ হ্লা।

এসময় সহকারী পুলিশ মো.সালাহউদ্দিন,সদর উপজেলা চেয়ারম্যান একেএম জাহাঙ্গীর, ডেপুটি সিভিল সার্জন ডা. মো: নয়ন সালাউদ্দীন, জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের সহকারী পরিচালক মো.আসাদুজ্জামান, মেডিকেল অফিসার (সিসি) ডা. মো: নুরুস সাফাসহ পরিবার পরিকল্পনা বিভাগের চিকিৎসক, স্বাস্থ্যকর্মী ও সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

সভায় প্রধান অতিথির বক্তব্য রাখতে গিয়ে পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ক্য শৈ হ্লা বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আজকের বাংলাদেশ বিশ্বের বুকে মাথা উচু করে দাড়িয়েছে।

বর্তমান সরকার দেশের জনসংখ্যাকে জনশক্তিতে রূপান্তর করেছে বলেই বাংলাদেশ আজ উন্নয়নের দিকে এগিয়ে যাচ্ছে, ডিজিটাল বাংলাদেশ থেকে স্মার্ট বাংলাদেশে রুপান্তর হচ্ছে পুরো দেশ। এসময় তিনি জনসংখ্যাকে জনশক্তিকে রুপান্তর করে দেশের উন্নয়ন ও অগ্রগতিতে আরো উল্লেখযোগ্য ভূমিকা রাখার জন্য সকলের প্রতি আহবান জানান।

সভাপতির বক্তব্য রাখতে গিয়ে বান্দরবান জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের উপ-পরিচালক ডা.অংচালু বলেন, পরিবার পরিকল্পনা অধিদপ্তরের নির্দেশনা মোতাবেক সারাদেশের ন্যায় বান্দরবানে ৯-১১জুলাই পর্যন্ত তিনদিনব্যাপী বিশেষ সেবা কার্যক্রম পরিচালিত হয়েছে আর উক্ত কার্যক্রম চলাকালীন ১০হাজার ৩শত ৫৩ জনকে বিভিন্ন সেবা প্রদান করা হয়েছে।

সভা শেষে ২০২২-২৩ অর্থ বছরে পরিবার পরিকল্পনা, মা-শিশু এবং কৈশোরকালীন স্বাস্থ্য সেবায় বিশেষ অবদান রাখায় উপজেলা ও জেলা পর্যায়ের ৯টি ক্যাটাগরিতে শ্রেষ্ঠ কর্মী প্রতিষ্ঠানের মধ্যে সনদ ও পুরস্কার বিতরণ করা হয়, তাছাড়াও বান্দরবান জেলা পরিবার পরিকল্পনা বিভাগের শুদ্ধাচার পুরস্কার প্রাপ্ত ৬জনকে শুদ্ধাচার পুরস্কার প্রদান করা হয়।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

বর্ণাঢ্য আয়োজনে বান্দরবানে বিশ্ব জনসংখ্যা দিবস উদযাপন

আপডেট সময়ঃ ১১:৩৪:৩০ অপরাহ্ন, বুধবার, ১২ জুলাই ২০২৩

“ জেন্ডার সমতাই শক্তি: নারী ও কন্যা শিশুর মুক্ত উচ্চারণের হোক পৃথিবীর অবারিত সম্ভাবনার দ্বার উন্মোচন ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে বর্ণাঢ্য র‌্যালী ও আলোচনা সভার মধ্য দিয়ে বান্দরবানে বিশ্ব জনসংখ্যা দিবস উদযাপিত হয়েছে।

বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষ্যে বান্দরবান জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের আয়োজনে বঙ্গবন্ধু মুক্তমঞ্চের সামনে থেকে একটি বর্ণাঢ্য র‌্যালী বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে অরুন সারকি টাউন হলে গিয়ে শেষ হয়।

র‌্যালী শেষে অরুন সারকি টাউন হলে দিবসটি উপলক্ষ্যে অনুষ্ঠিত হয় এক আলোচনা সভা ।

বান্দরবান জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের উপ-পরিচালক ডা.অংচালু এর সভাপতিত্বে এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ক্য শৈ হ্লা।

এসময় সহকারী পুলিশ মো.সালাহউদ্দিন,সদর উপজেলা চেয়ারম্যান একেএম জাহাঙ্গীর, ডেপুটি সিভিল সার্জন ডা. মো: নয়ন সালাউদ্দীন, জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের সহকারী পরিচালক মো.আসাদুজ্জামান, মেডিকেল অফিসার (সিসি) ডা. মো: নুরুস সাফাসহ পরিবার পরিকল্পনা বিভাগের চিকিৎসক, স্বাস্থ্যকর্মী ও সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

সভায় প্রধান অতিথির বক্তব্য রাখতে গিয়ে পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ক্য শৈ হ্লা বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আজকের বাংলাদেশ বিশ্বের বুকে মাথা উচু করে দাড়িয়েছে।

বর্তমান সরকার দেশের জনসংখ্যাকে জনশক্তিতে রূপান্তর করেছে বলেই বাংলাদেশ আজ উন্নয়নের দিকে এগিয়ে যাচ্ছে, ডিজিটাল বাংলাদেশ থেকে স্মার্ট বাংলাদেশে রুপান্তর হচ্ছে পুরো দেশ। এসময় তিনি জনসংখ্যাকে জনশক্তিকে রুপান্তর করে দেশের উন্নয়ন ও অগ্রগতিতে আরো উল্লেখযোগ্য ভূমিকা রাখার জন্য সকলের প্রতি আহবান জানান।

সভাপতির বক্তব্য রাখতে গিয়ে বান্দরবান জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের উপ-পরিচালক ডা.অংচালু বলেন, পরিবার পরিকল্পনা অধিদপ্তরের নির্দেশনা মোতাবেক সারাদেশের ন্যায় বান্দরবানে ৯-১১জুলাই পর্যন্ত তিনদিনব্যাপী বিশেষ সেবা কার্যক্রম পরিচালিত হয়েছে আর উক্ত কার্যক্রম চলাকালীন ১০হাজার ৩শত ৫৩ জনকে বিভিন্ন সেবা প্রদান করা হয়েছে।

সভা শেষে ২০২২-২৩ অর্থ বছরে পরিবার পরিকল্পনা, মা-শিশু এবং কৈশোরকালীন স্বাস্থ্য সেবায় বিশেষ অবদান রাখায় উপজেলা ও জেলা পর্যায়ের ৯টি ক্যাটাগরিতে শ্রেষ্ঠ কর্মী প্রতিষ্ঠানের মধ্যে সনদ ও পুরস্কার বিতরণ করা হয়, তাছাড়াও বান্দরবান জেলা পরিবার পরিকল্পনা বিভাগের শুদ্ধাচার পুরস্কার প্রাপ্ত ৬জনকে শুদ্ধাচার পুরস্কার প্রদান করা হয়।