নিজস্ব প্রতিবেদক :
ভারতের কর্নাটকে ২৮ বছর বয়সী এক বাংলাদেশি নারীকে ধর্ষণের পর হত্যা করা হয়েছে। এ ঘটনায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ। আজ শনিবার দুপুরে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এ ঘটনা নিয়ে এক পোস্ট করেন তিনি। পোস্টে হাসনাত লিখেছেন, ভারতে একজন বাংলাদেশি নারীকে ধর্ষণের পর হত্যা করা হয়েছে। বাংলাদেশ এবং বাংলাদেশিদের প্রতি ভারতে বিজেপির (ভারতীয় জনতা পার্টি) তৈরি করা ঘৃণা এখন আক্রোশে রূপান্তরিত হয়েছে। উগ্রবাদী কর্তৃক একজন বাংলাদেশি নারীকে ধর্ষণের পর হত্যাকে বাংলাদেশ রাষ্ট্রের সম্ভ্রমহানির চেষ্টা হিসেবেই আমি দেখছি। তিনি আরও বলেন, ফরেইন মিনিস্ট্রিকে অতিদ্রুত ভারতের কাছে জবাবদিহি চাইতে হবে। হত্যাকারীদের বিচার নিশ্চিত করার জন্য সর্বোচ্চ প্রেশার ক্রিয়েট করতে হবে। পাশাপাশি, ভারতে থাকা বাংলাদেশের নাগরিকদের নিরাপত্তার জন্য পদক্ষেপ নিতে হবে। গত শুক্রবার বেঙ্গালুরুর রামমূর্তি এলাকার কালকেরে লেকের কাছ থেকে ওই বাংলাদেশি নারীর লাশ পাওয়া যায়। দেশটির পুলিশের ধারণা, ওই নারীকে ধর্ষণের পর হত্যা করা হয়েছে। ধারণা করা হচ্ছে, বৃহস্পতিবার রাতে কর্মস্থল থেকে বাসায় ফেরার পথে এই ঘটনা ঘটতে পারে।
বৈষম্যবিরোধীদের বিক্ষোভ: এদিকে এ ঘটনায় প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। গতকাল শনিবার বিকাল ৩টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে রাজু ভাস্কর্যে এ বিক্ষোভ সমাবেশের আয়োজন করা হয়। সমাবেশে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নির্বাহী কমিটির সদস্য সচিব আরিফ সোহেল বলেন, বাংলাদেশের জুলাই অভ্যুত্থানকে সন্ত্রাসী কর্মকা- হিসেবে দেখাতে চেয়েছে ভারত। তারা বাংলাদেশের মানুষকে নিয়ে ভারতে ঘৃণা ছড়াচ্ছে। এই হত্যাকা- তারই ফল। ভারতের স্বার্থান্বেষী গোষ্ঠী দেশটির সংখ্যালঘুদের নিরাপত্তা দিতে পারে নাই। যতদিন বাংলাদেশ সফল রাষ্ট্র না হবে, ততদিন রাজপথে লড়াই চালিয়ে যাওয়ার ঘোষণাও দেন তিনি। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য তারিকুল ইসলাম বলেন, ভারতের হাতে বাংলাদেশিদের খুন কোনও নতুন ঘটনা নয়। ভারত বাংলাদেশের মানুষকে দ্বিতীয় শ্রেণির নাগরিক মনে করে একের পর এক খুন করেই গেছে। অসংখ্য প্রতিবন্ধকতা তৈরি করে তারা এই দেশকে করদরাজ্য বানিয়ে রেখেছিল। গত ৫৪ বছরে ভারতের আধিপত্যের কারণে যত খুন হয়েছে তার সবগুলোর বিচার নিশ্চিত করতে হবে। বৈষম্যবিরোধী আন্দোলনের সাবেক সমন্বয়ক হাসিব আল ইসলাম বলেন, বাংলাদেশের ১৮ কোটি মানুষ এই হত্যাকা-ের বিচার চায়। আওয়ামী লীগ সরকার আমাদের স্বাধীনতা ভারতের কাছে বিক্রি করে দিয়েছিল। আমরা অন্তর্বর্তী সরকারকে বলতে চাই, আপনারা যদি এই হত্যাকা-ের বিচারে পদক্ষেপ না নেন তাহলে জনগণ সেটা মেনে নেবে না।
সর্বশেষঃ
বাংলাদেশি নারী হত্যা, ভারতের কাছে জবাবদিহি চাইতে হবে: হাসনাত
-
দৈনিক আইন বার্তা
- আপডেট সময়ঃ ০৭:৫১:৫০ অপরাহ্ন, শনিবার, ২৫ জানুয়ারী ২০২৫
- ৩৮ বার পড়া হয়েছে
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ