বাইশারীতে আইনশৃঙ্খলা উন্নয়ন ও চোরাচালান প্রতিরোধে আলোচনা সভা অনুষ্ঠিত

- আপডেট সময়ঃ ০৭:২৮:৫৪ অপরাহ্ন, সোমবার, ২২ সেপ্টেম্বর ২০২৫
- / ৫৪ বার পড়া হয়েছে
মোঃ তৈয়ব উল্লাহ, নাইক্ষ্যংছড়ি, বান্দরবান: বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারী ইউনিয়নে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন ও চোরাচালান প্রতিরোধে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২২ সেপ্টেম্বর ২০২৫) সকাল ১১টায় ইউনিয়ন পরিষদ মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। বাইশারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আলম কোম্পানীর সভাপতিত্বে আয়োজিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাইশারী তদন্ত কেন্দ্রের ইনচার্জ পরিদর্শক আনোয়ার আলম।
এসময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মনিরুল হক মনু, নাইক্ষ্যংছড়ি প্রেসক্লাবের সভাপতি আবদুল হামিদ ৭১ টিভি ও দৈনিক ইত্তেফাক প্
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সাবেক আহবায়ক আবদুল করিম বান্টু,বাইশারী ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমীর মোঃ ছলিম উল্লাহ,সেক্রেটারী মাওঃ আহসান হাবিব, রাবার মালিক সমিতির সাধারণ সম্পাদক জসিম উদ্দিন,বাইশারী বালিকা মাদ্রাসার সুপার মাওঃ রফিকুল ইসলাম প্রমূখ।
বক্তারা চোরাচালান প্রতিরোধে সামাজিক সচেতনতা বৃদ্ধি, স্থানীয়দের সহযোগিতা এবং আইনশৃঙ্খলা বাহিনীর সাথে সমন্বিত উদ্যোগ গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন।
সভায় বক্তারা আরও বলেন, সমাজ থেকে মাদক, অস্ত্র ও চোরাচালান নির্মূলে জনপ্রতিনিধি, প্রশাসন ও সাধারণ জনগণকে একসাথে কাজ করতে হবে। আইনশৃঙ্খলা রক্ষায় সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করার আহ্বান জানানো হয়।
অনুষ্ঠানে স্থানীয় জনপ্রতিনিধি, শিক্ষক, গণ্যমান্য ব্যক্তি ও সাধারণ জনগণ উপস্থিত ছিলেন।