মোঃ জুয়েল হোসাইন :
(২সেপ্টেম্বর) সন্ধ্যায় ৭.৩০মিঃ ঘটিকায় সময়ে হোটেল হিলটন কনফারেন্স হলে বান্দরবান বাজার মুদির দোকান ব্যবসায়ী কল্যণ সমবায় সমিতির নব নির্বাচিত শপথ গ্রহণের এক সভা অনুষ্ঠিত হয়েছে! এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্বত্য মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি,বান্দরবান পৌরসভা মেয়র ইসলাম বেবি,আরও বান্দরবান জেলার পুলিশ সুপার কে, এম, তারিকুল ইসলাম পিপিএম,আরও অনন্য বান্দরবান বাজার মুদির দোকান ব্যবসায়ী সদস্যবৃন্দগণ! এবারের কমিটি নব নির্বাচিত সদস্য হলেন সভাপতি হাফেজ মোঃ আজিজুল হক বান্দরবান বাজার মুদির দোকান ব্যবসায় সমিতি,সিনিয়র সহ সভাপতি মোঃ আব্দুল কুদ্দুছ, সহ -সভাপতি (১)নিখিল চন্দ্র কর্মকার,সহ- সভাপতি (২) আংগা মিয়া সওদাগর, সাধারণ সম্পাদক বিমল কান্তি দাশ বান্দরবান বাজার মুদির দোকান ব্যবসায় সমিতি, সহ -সাধারণ সম্পাদক মোঃ বদিউল আলম,সাংগঠনিক সম্পাদক অনুপম আইচ,সহ- সাংগঠনিক সম্পাদক মোঃ জাহাঙ্গীর, প্রচার সম্পাদক মোঃ জসিম উদ্দিন, সহ- প্রচার সম্পাদক সুজন কান্তি দাশ,সহ-অর্থ সম্পাদক মোঃ মমতাজ বান্দরবান বাজার মুদির দোকানের ব্যবসায়ী কল্যণ সমিতির! এমতাবস্থায়, পার্বত্য মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি নব নির্বাচিত হওয়ায় সদস্যবৃন্দগণকে শপথ গ্রহণ করান এসময় বান্দরবান বাজার মুদির দোকান ব্যবসায় সমিতির পক্ষ থেকে ব্যবসায় সদস্যবৃন্দদেরকে জানানোর হচ্ছে একজন কাস্টমার সাথে সুন্দর আচার- আচারণ,দায়িত্বে পালন করার জন্য যেন কাস্টমারদের কাছ থেকে কমপ্লেইন্ট না শুনি বলে বক্তব্য রেখেছেন! আমাদের ব্যবহার মধ্যেমে যেন কাস্টমার মনের কষ্ট না পান ও আনুষঙ্গিক যাবতীয় মালামাল সঠিক ভাবে দর বিক্রি হয় এই চেষ্টায় করার জন্য আহবান! এসময় পার্বত্য মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি বলেছেন বান্দরবান জেলার একটা সম্প্রীতির বান্দরবান এই খানে বাঙ্গালী, পাহাড়ি আমরা সবাই ভাই ভাই আমিও চেষ্টায় করব সব সময় যেন সঠিক দামে মালামাল বিক্রি করেন আপনারা ও চেষ্টায় করবেন সব সময় যেন সঠিক দাম দিয়ে বিক্রি করতে পারেন সার্বিক কল্যাণে কাজ করতে তরুণ করেন।