ঢাকা, শুক্রবার, ০৭ নভেম্বর ২০২৫ | ই-পেপার

বান্দরবানের শিশুকে বলাৎকারের দায়ে একজনের যাবজ্জীবন

দৈনিক আইন বার্তা
  • আপডেট সময়ঃ ০৬:০৬:৪৩ অপরাহ্ন, সোমবার, ২৬ সেপ্টেম্বর ২০২২
  • / ১৯১ বার পড়া হয়েছে

মোঃ জুয়েল হোসাইন :

বান্দরবানে তিন বছর বয়সী এক শিশুকে বলৎকারের মামলায় এক আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল। সেইসাথে তাকে ৫০ হাজার ১ টাকা জরিমানা ও অনাদায়ে আরও এক বছর কারাদণ্ড দেয়া হয়েছে।

সোমবার (২৬ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১টার বান্দরবান নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক জেলা ও দায়রা জজ মোহাম্মদ সাইফুর রহমান সিদ্দিক এই রায় ঘোষণা করেন।

রায় ঘোষণার সময় দণ্ডিত আসামি শরিফুল ইসলাম আদালতে উপস্থিত ছিলেন।

আদালত সুত্রে জানা যায়, মামলার আসামি শরিফুল ইসলাম ২০১৯ সালের ১৪ আগস্ট তিন বছর বয়সী এক ছেলেশিশুকে একটি নির্মাণাধীন ঘরের ভিতরে নিয়ে বলাৎকার করেন।
আসামি পক্ষে আইনজীবী এডভোকেট মোহাম্মদ আবুল কালাম বলেন,এই আসামি জামিন পাওয়ার পর থেকে কোন তদ্বির নেই! মামলার বাদী পক্ষে সাক্ষ্য প্রমাণ হওয়ায় আসামীকে যাবজ্জীবন কারাদণ্ড দেয়!

এসময় ওই শিশুর মা ছেলের কান্নার শব্দ পেয়ে ঘটনাস্থলে গেলে শরিফুল দৌড়ে পালিয়ে যান। ওই রাতে শরিফুল বাড়িতে এলে এলাকাবাসীর সহায়তায় তাকে ধরে থানায় সোপর্দ করা হয়।

এ ঘটনায় ভুক্তভোগী শিশুটির বাবা বাদী হয়ে শরিফুল ইসলামের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেন।

এ মামলায় পুলিশ আসামি শরিফুল ইসলামের বিরুদ্ধে চূড়ান্ত প্রতিবেদন দাখিল করে। আদালত ১১ জনের সাক্ষ্য গ্রহণ শেষে শরিফুলকে যাবজ্জীবন কারাদণ্ড ও ৫০ হাজার ১ টাকা জরিমানা ও অনাদায়ে আরও এক বছর কারাদণ্ড দণ্ডিত করে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

বান্দরবানের শিশুকে বলাৎকারের দায়ে একজনের যাবজ্জীবন

আপডেট সময়ঃ ০৬:০৬:৪৩ অপরাহ্ন, সোমবার, ২৬ সেপ্টেম্বর ২০২২

মোঃ জুয়েল হোসাইন :

বান্দরবানে তিন বছর বয়সী এক শিশুকে বলৎকারের মামলায় এক আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল। সেইসাথে তাকে ৫০ হাজার ১ টাকা জরিমানা ও অনাদায়ে আরও এক বছর কারাদণ্ড দেয়া হয়েছে।

সোমবার (২৬ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১টার বান্দরবান নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক জেলা ও দায়রা জজ মোহাম্মদ সাইফুর রহমান সিদ্দিক এই রায় ঘোষণা করেন।

রায় ঘোষণার সময় দণ্ডিত আসামি শরিফুল ইসলাম আদালতে উপস্থিত ছিলেন।

আদালত সুত্রে জানা যায়, মামলার আসামি শরিফুল ইসলাম ২০১৯ সালের ১৪ আগস্ট তিন বছর বয়সী এক ছেলেশিশুকে একটি নির্মাণাধীন ঘরের ভিতরে নিয়ে বলাৎকার করেন।
আসামি পক্ষে আইনজীবী এডভোকেট মোহাম্মদ আবুল কালাম বলেন,এই আসামি জামিন পাওয়ার পর থেকে কোন তদ্বির নেই! মামলার বাদী পক্ষে সাক্ষ্য প্রমাণ হওয়ায় আসামীকে যাবজ্জীবন কারাদণ্ড দেয়!

এসময় ওই শিশুর মা ছেলের কান্নার শব্দ পেয়ে ঘটনাস্থলে গেলে শরিফুল দৌড়ে পালিয়ে যান। ওই রাতে শরিফুল বাড়িতে এলে এলাকাবাসীর সহায়তায় তাকে ধরে থানায় সোপর্দ করা হয়।

এ ঘটনায় ভুক্তভোগী শিশুটির বাবা বাদী হয়ে শরিফুল ইসলামের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেন।

এ মামলায় পুলিশ আসামি শরিফুল ইসলামের বিরুদ্ধে চূড়ান্ত প্রতিবেদন দাখিল করে। আদালত ১১ জনের সাক্ষ্য গ্রহণ শেষে শরিফুলকে যাবজ্জীবন কারাদণ্ড ও ৫০ হাজার ১ টাকা জরিমানা ও অনাদায়ে আরও এক বছর কারাদণ্ড দণ্ডিত করে।