বান্দরবানে আদা ঘন্টা বৃষ্টিতে আটকে পড়েছে বাস ও বিভিন্ন পরিবহন

দৈনিক আইন বার্তা
- আপডেট সময়ঃ ০৯:৪৫:০৮ অপরাহ্ন, শনিবার, ১৮ জুন ২০২২
- / ৩৬৯ বার পড়া হয়েছে
বান্দরবান প্রতিনিধি
আজ (১৮জুন) শনিবার বিকালে আদা ঘন্টা বৃষ্টি হওয়ার কারণে বাস্টেশন এলাকায় বৃষ্টি পানি জমে হওয়ার পরিবহন হইতে মানুষ রাস্তায় চলাচল বন্ধ দেখা যাচ্ছে। এদিকে স্থানীয় লোকজনরা বলেছেন আজ হঠাৎ বৃষ্টি হওয়ার কারণে রাস্তায় বৃষ্টি পানি জমা রয়েছে রাস্তায় হাটহাটিও গাড়ী চলাচল বন্ধ! আরও দেখা যাচ্ছে বান্দরবান বর্ষাকাল আসলে স্থানীয় লোকজন বসবাস করতে অনেক কষ্টকর দেখায় স্থানীয় প্রতিনিধিরা বলেছেন বান্দরবান বাস্টেশন এলাকায় ব্রিজের কাজ চলছে এই জন্য বেশ কয়েকদিন বা, আর কয়েকটা মাস অপেক্ষায় করতে হবে এই এলাকায় উন্নয়ননের জন্য আমরা এখন দিনরাত সরকারিগত ভাবেই কাজ শুরু করছি এই ব্রিজে কাজ শেষ হয়েগেলে স্থানীয় লোকজন ও সবার সুবিধা মত চলাচল করতে পারবে বলে তথ্য জানায়!
ট্যাগস :