০৪:১০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৮ এপ্রিল ২০২৫ | ই-পেপার

বান্দরবানে ইয়াবা একশত পিচসহ গ্রেফতার ১

রবিবার (৮অক্টোবর) ২ এবিপিএন বাংলাদেশ অধিনায়ক অতিঃ (ডিআইজি)আলী আহমদ খানসহ এস আই মাইকেল বনিক সার্বিক নির্দেশনায় বান্দরবান জেলার আর্মড পুলিশ ২এবিপিএন অভিযান চালাকালীন সময় বান্দরবান সদর মেম্বার পাড়া বাসিন্দা মৃতঃঅরুন চৌধুরী এর ছেলে নয়ন চৌধুরীকে কানা পাড়া রাস্তার মাথা অবস্থান কালীন সময়ে তার কাছ থেকে ইয়াবা ১০৮পিচসহ পুলিশ আটক করেছেন!

এ বিষয়ে স্থানীয় লোকজনরা বলেন আটককৃত আসামীর প্রায় সময় মেঘলায় দিক দিকে আসায় যাওয়া করতে দেখি তিনি মনে হয় মাদকের সাথে জড়িত আছেন!

এসআই মাইকেল বনিক বলেন গ্রেফতারকৃত আসামি বিরুদ্ধে বিধি মোতাবেক বান্দরবান সদর থানার মামলার রুজু করা হয়েছে ও তার সাথে জড়িত আছেন তাদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য চলমান রয়েছে!

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

ভাগাড়সহ কোনো স্থানেই ময়লা পোড়ানো যাবে না: পরিবেশ উপদেষ্টা

বান্দরবানে ইয়াবা একশত পিচসহ গ্রেফতার ১

আপডেট সময়ঃ ০৬:৩৫:৩৭ অপরাহ্ন, রবিবার, ৮ অক্টোবর ২০২৩

রবিবার (৮অক্টোবর) ২ এবিপিএন বাংলাদেশ অধিনায়ক অতিঃ (ডিআইজি)আলী আহমদ খানসহ এস আই মাইকেল বনিক সার্বিক নির্দেশনায় বান্দরবান জেলার আর্মড পুলিশ ২এবিপিএন অভিযান চালাকালীন সময় বান্দরবান সদর মেম্বার পাড়া বাসিন্দা মৃতঃঅরুন চৌধুরী এর ছেলে নয়ন চৌধুরীকে কানা পাড়া রাস্তার মাথা অবস্থান কালীন সময়ে তার কাছ থেকে ইয়াবা ১০৮পিচসহ পুলিশ আটক করেছেন!

এ বিষয়ে স্থানীয় লোকজনরা বলেন আটককৃত আসামীর প্রায় সময় মেঘলায় দিক দিকে আসায় যাওয়া করতে দেখি তিনি মনে হয় মাদকের সাথে জড়িত আছেন!

এসআই মাইকেল বনিক বলেন গ্রেফতারকৃত আসামি বিরুদ্ধে বিধি মোতাবেক বান্দরবান সদর থানার মামলার রুজু করা হয়েছে ও তার সাথে জড়িত আছেন তাদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য চলমান রয়েছে!