১২:৫১ পূর্বাহ্ন, সোমবার, ০৭ এপ্রিল ২০২৫ | ই-পেপার

বান্দরবানে চালককে ছুরিকাঘাত করে বাইক নিয়ে পালানোর সময় আটক ২

মোঃ জুয়েল হোসাইন :
বান্দরবানের লামা উপজেলার রূপসীপাড়া ইউনিয়নে চালককে ছুরিকাঘাত করে মোটরসাইকেল নিয়ে পালানোর সময় ছিনতাইকারী চক্রের দুই সদস্যকে আটক করেছেন স্থানীয়রা। আহত মোটরসাইকেলচালক হলেনÑ আলীকদম উপজেলার নোয়াপাড়া ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড বাবুপাড়া এলাকার মংচহ্লা মারমার ছেলে মংঞোচিং মার্মা (৩৬)। আটকরা হলেনÑ রামু উপজেলার ঈদগাঁ ইউনিয়নের পূর্ব পুখখালী এলাকার আবুল কালামের ছেলে মো.জামাল হোসেন (২৭) ও একই ইউনিয়নের পূর্ব গুমথলি এলাকার হারুনুর রশিদের ছেলে সাইমুন (২০)। গত সোমবার দিবাগত রাতে রূপসীপাড়া ইউনিয়নের শিলেরতুয়া হাতিরঝিরি এলাকায় এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন লামা থানার এএসআই সোলাইমান খাঁন। এএসআই সোলাইমান খাঁন জানান, ঘটনা সঙ্গে জড়িত দুই যুবককে পুলিশের কাছে সোপর্দ করেছেন স্থানীয়রা। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন। স্থানীয়রা জানান, বাজার থেকে শিলেরতুয়া যাওয়ার কথা বলে মংঞোচিং মার্মার মোটরসাইকেল ভাড়ায় নিয়ে যান তিনজন লোক। পরে শিলেরতুয়া হাতিরঝিরি এলাকায় পৌঁছালে তাকে থামতে বলে ওই আরোহীরা। এ সময় মংঞোচিং মার্মাকে ছুরিকাঘাত করলে সে মাটিতে লুঠিয়ে পড়ে। তখন মোটরসাইকেল নিয়ে পালানো চেষ্টা করলে ছিনতাই চক্রের সদস্য জামাল হোসেন ও সাইমুনকে আটক করেন স্থানীয়রা। আর আহত মংঞোচিংকে লামা সদর হাসপাতালে পাঠানো হয়। লামা হাসপাতালের দায়িত্বরত কর্মকর্তা ডা. মেসবাহ উদ্দিন জানান, আহত যুবকের বুকে সাতটি ও পেছনে (পিঠে) দু’টি গুরুতর জখম রয়েছে। পেটে ছুরির আঘাতের কারণে ভূরি বের হয়ে গেছে। প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার প্রয়োজনে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

ভাগাড়সহ কোনো স্থানেই ময়লা পোড়ানো যাবে না: পরিবেশ উপদেষ্টা

বান্দরবানে চালককে ছুরিকাঘাত করে বাইক নিয়ে পালানোর সময় আটক ২

আপডেট সময়ঃ ০৭:৫০:১১ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ জুলাই ২০২২

মোঃ জুয়েল হোসাইন :
বান্দরবানের লামা উপজেলার রূপসীপাড়া ইউনিয়নে চালককে ছুরিকাঘাত করে মোটরসাইকেল নিয়ে পালানোর সময় ছিনতাইকারী চক্রের দুই সদস্যকে আটক করেছেন স্থানীয়রা। আহত মোটরসাইকেলচালক হলেনÑ আলীকদম উপজেলার নোয়াপাড়া ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড বাবুপাড়া এলাকার মংচহ্লা মারমার ছেলে মংঞোচিং মার্মা (৩৬)। আটকরা হলেনÑ রামু উপজেলার ঈদগাঁ ইউনিয়নের পূর্ব পুখখালী এলাকার আবুল কালামের ছেলে মো.জামাল হোসেন (২৭) ও একই ইউনিয়নের পূর্ব গুমথলি এলাকার হারুনুর রশিদের ছেলে সাইমুন (২০)। গত সোমবার দিবাগত রাতে রূপসীপাড়া ইউনিয়নের শিলেরতুয়া হাতিরঝিরি এলাকায় এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন লামা থানার এএসআই সোলাইমান খাঁন। এএসআই সোলাইমান খাঁন জানান, ঘটনা সঙ্গে জড়িত দুই যুবককে পুলিশের কাছে সোপর্দ করেছেন স্থানীয়রা। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন। স্থানীয়রা জানান, বাজার থেকে শিলেরতুয়া যাওয়ার কথা বলে মংঞোচিং মার্মার মোটরসাইকেল ভাড়ায় নিয়ে যান তিনজন লোক। পরে শিলেরতুয়া হাতিরঝিরি এলাকায় পৌঁছালে তাকে থামতে বলে ওই আরোহীরা। এ সময় মংঞোচিং মার্মাকে ছুরিকাঘাত করলে সে মাটিতে লুঠিয়ে পড়ে। তখন মোটরসাইকেল নিয়ে পালানো চেষ্টা করলে ছিনতাই চক্রের সদস্য জামাল হোসেন ও সাইমুনকে আটক করেন স্থানীয়রা। আর আহত মংঞোচিংকে লামা সদর হাসপাতালে পাঠানো হয়। লামা হাসপাতালের দায়িত্বরত কর্মকর্তা ডা. মেসবাহ উদ্দিন জানান, আহত যুবকের বুকে সাতটি ও পেছনে (পিঠে) দু’টি গুরুতর জখম রয়েছে। পেটে ছুরির আঘাতের কারণে ভূরি বের হয়ে গেছে। প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার প্রয়োজনে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।