মোঃ জুয়েল হোসাইন :
বান্দরবানের লামা উপজেলার রূপসীপাড়া ইউনিয়নে চালককে ছুরিকাঘাত করে মোটরসাইকেল নিয়ে পালানোর সময় ছিনতাইকারী চক্রের দুই সদস্যকে আটক করেছেন স্থানীয়রা। আহত মোটরসাইকেলচালক হলেনÑ আলীকদম উপজেলার নোয়াপাড়া ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড বাবুপাড়া এলাকার মংচহ্লা মারমার ছেলে মংঞোচিং মার্মা (৩৬)। আটকরা হলেনÑ রামু উপজেলার ঈদগাঁ ইউনিয়নের পূর্ব পুখখালী এলাকার আবুল কালামের ছেলে মো.জামাল হোসেন (২৭) ও একই ইউনিয়নের পূর্ব গুমথলি এলাকার হারুনুর রশিদের ছেলে সাইমুন (২০)। গত সোমবার দিবাগত রাতে রূপসীপাড়া ইউনিয়নের শিলেরতুয়া হাতিরঝিরি এলাকায় এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন লামা থানার এএসআই সোলাইমান খাঁন। এএসআই সোলাইমান খাঁন জানান, ঘটনা সঙ্গে জড়িত দুই যুবককে পুলিশের কাছে সোপর্দ করেছেন স্থানীয়রা। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন। স্থানীয়রা জানান, বাজার থেকে শিলেরতুয়া যাওয়ার কথা বলে মংঞোচিং মার্মার মোটরসাইকেল ভাড়ায় নিয়ে যান তিনজন লোক। পরে শিলেরতুয়া হাতিরঝিরি এলাকায় পৌঁছালে তাকে থামতে বলে ওই আরোহীরা। এ সময় মংঞোচিং মার্মাকে ছুরিকাঘাত করলে সে মাটিতে লুঠিয়ে পড়ে। তখন মোটরসাইকেল নিয়ে পালানো চেষ্টা করলে ছিনতাই চক্রের সদস্য জামাল হোসেন ও সাইমুনকে আটক করেন স্থানীয়রা। আর আহত মংঞোচিংকে লামা সদর হাসপাতালে পাঠানো হয়। লামা হাসপাতালের দায়িত্বরত কর্মকর্তা ডা. মেসবাহ উদ্দিন জানান, আহত যুবকের বুকে সাতটি ও পেছনে (পিঠে) দু’টি গুরুতর জখম রয়েছে। পেটে ছুরির আঘাতের কারণে ভূরি বের হয়ে গেছে। প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার প্রয়োজনে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।
সর্বশেষঃ
বান্দরবানে চালককে ছুরিকাঘাত করে বাইক নিয়ে পালানোর সময় আটক ২
-
দৈনিক আইন বার্তা
- আপডেট সময়ঃ ০৭:৫০:১১ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ জুলাই ২০২২
- ২০৮ বার পড়া হয়েছে
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ