ঢাকা, সোমবার, ১৫ সেপ্টেম্বর ২০২৫ | ই-পেপার

বান্দরবানে জেলা প্রশাসকের আদেশে পিতার মৃত্যুতে এক যুবককে প্যারোলে মুক্তি

মোঃ জুয়েল হোসাইন, বান্দরবান জেলা প্রতিনিধি :
  • আপডেট সময়ঃ ১০:১৮:৫৩ অপরাহ্ন, বুধবার, ৬ ডিসেম্বর ২০২৩
  • / ২০৮ বার পড়া হয়েছে

বান্দরবান জেলা কারাগারে অন্তরীণ হাজতি মো: রুবেল এর পিতা মোঃ আব্দুল ওয়াহাব দূরারোগ্য ব্যাধিতে চিকিৎসাধীন থাকাবস্থায় বান্দরবান সদর হাসপাতালে গত মঙ্গলবার ৫ডিসেম্বর ভোর ৩টার ৫০মিঃ সময়ে মৃত্যুবরণ করেন।

ডিসেম্বরজুড়ে জেলার বিজ্ঞ দায়রা আদালত অবকাশকালীন ছুটিতে থাকায় ও অবকাশকালীন বিজ্ঞ প্রিসাডিং কোর্টের শিডিউল একইদিনে না পড়ায় হাজতি আসামীর জামিনে মুক্তির প্রার্থনারও সুযোগ ছিলনা।

পারিবারিকভাবে একইদিনে বাদ আসর আসামীর মৃত পিতার জানাযার নামাজ ও দাফনকার্য সম্পন্ন হওয়ার সিদ্ধান্ত গৃহিত হলে আসামীর পক্ষে জেলা লিগ্যাল এইড কমিটি কর্তৃক নিয়োজিত বিজ্ঞ আইনজীবী মো: এমদাদ উল্লাহ আসামীর প্যারোলে মুক্তির আবেদন করলে জেলা প্রশাসক (জেলা ম্যাজিস্ট্রেট) জনাব শাহ্ মোজাহিদ উদ্দিন প্রাপ্ত তথ্যাদি যাচাই-বাছাইপূর্বক বিশেষ বিবেচনায় ২ (দুই) ঘণ্টার জন্যে হাজতি আসামীকে পুলিশ প্রহরাধীনে প্যারোলে মুক্তি প্রদানের আদেশ করেন।

আসামী জেলা কারাগার থেকে পুলিশি প্ররহরাধীনে মুক্ত হয়ে কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে পিতার জানাযায় শরীক হলে এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়।

জানাযা শেষে জেলার গোরস্তান মসজিদ প্রাঙ্গনে পিতার দাফনকার্যে অংশ নিয়ে আসামী পুলিশ প্রহরাধীনে পুনরায় জেলা কারাগারে ফিরে যান।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

বান্দরবানে জেলা প্রশাসকের আদেশে পিতার মৃত্যুতে এক যুবককে প্যারোলে মুক্তি

আপডেট সময়ঃ ১০:১৮:৫৩ অপরাহ্ন, বুধবার, ৬ ডিসেম্বর ২০২৩

বান্দরবান জেলা কারাগারে অন্তরীণ হাজতি মো: রুবেল এর পিতা মোঃ আব্দুল ওয়াহাব দূরারোগ্য ব্যাধিতে চিকিৎসাধীন থাকাবস্থায় বান্দরবান সদর হাসপাতালে গত মঙ্গলবার ৫ডিসেম্বর ভোর ৩টার ৫০মিঃ সময়ে মৃত্যুবরণ করেন।

ডিসেম্বরজুড়ে জেলার বিজ্ঞ দায়রা আদালত অবকাশকালীন ছুটিতে থাকায় ও অবকাশকালীন বিজ্ঞ প্রিসাডিং কোর্টের শিডিউল একইদিনে না পড়ায় হাজতি আসামীর জামিনে মুক্তির প্রার্থনারও সুযোগ ছিলনা।

পারিবারিকভাবে একইদিনে বাদ আসর আসামীর মৃত পিতার জানাযার নামাজ ও দাফনকার্য সম্পন্ন হওয়ার সিদ্ধান্ত গৃহিত হলে আসামীর পক্ষে জেলা লিগ্যাল এইড কমিটি কর্তৃক নিয়োজিত বিজ্ঞ আইনজীবী মো: এমদাদ উল্লাহ আসামীর প্যারোলে মুক্তির আবেদন করলে জেলা প্রশাসক (জেলা ম্যাজিস্ট্রেট) জনাব শাহ্ মোজাহিদ উদ্দিন প্রাপ্ত তথ্যাদি যাচাই-বাছাইপূর্বক বিশেষ বিবেচনায় ২ (দুই) ঘণ্টার জন্যে হাজতি আসামীকে পুলিশ প্রহরাধীনে প্যারোলে মুক্তি প্রদানের আদেশ করেন।

আসামী জেলা কারাগার থেকে পুলিশি প্ররহরাধীনে মুক্ত হয়ে কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে পিতার জানাযায় শরীক হলে এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়।

জানাযা শেষে জেলার গোরস্তান মসজিদ প্রাঙ্গনে পিতার দাফনকার্যে অংশ নিয়ে আসামী পুলিশ প্রহরাধীনে পুনরায় জেলা কারাগারে ফিরে যান।