০৪:০৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৮ এপ্রিল ২০২৫ | ই-পেপার

বান্দরবানে তিনটি মামলায় তিন লাখ একুশ হাজার টাকার মাদকদ্রব্য ধ্বংস

মোঃ জুয়েল হোসাইন :
১৩ এপ্রিল ২২ বিকালে ৪ টায় বান্দরবান চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত, চত্বরে চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মাহাবুবুর রহমান এর নির্দেশেনায় জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোঃ নূরুল হক এর উপস্থিতিতে এসব মাদকদ্রব্য ধ্বংস করা হয়। আদালত সূত্রে জানা যায়, ১টি মামলা জিআর মামলার নং-১১০/২২, নাইক্ষ্যংছড়ি থানার মামলার নং ০৫ জব্দকৃত ইয়াবা ১৯০৪২ পিচ জব্দকৃত তারিখ ৫/৪/২২, ২টি মামলার জিআর মামলার নং-৬৪/২২ নাইক্ষ্যংছড়ি থানার মামলার নং-০৮ জব্দকৃত তারিখ ২৮/২/২২, ১১১০০পিচ ইয়াবা, ৩টি মামলার জিআর মামলার নং ১০০/২২, নাইক্ষ্যংছড়ি থানার মামলার নং ১ জব্দকৃত তারিখ ১/৪/২২, ৯৩০পিচ ইয়াবা উদ্ধার করা হয়। আইনি প্রক্রিয়া শেষে এসব মামলায় উদ্ধার করা মাদকদ্রব্য ধ্বংস করা হয়। যার আনুমানিক তিন লাখ একুশ হাজার টাকা।
এসময় আরো উপস্থিত ছিলেন, তদন্তকারী কর্মকর্তা এসআই ইহসানুল হাসান, ভারপ্রাপ্ত মালখানা ইনচার্জ এসআই প্রিয়েল পালিত বান্দরবানের সদর কোর্ট পুলিশ, নন জিআরও রাজিব এর সহকারী সজল কান্তি দে, কনস্টেবল আশীষ, কনস্টেবল রাসেল,কনস্টেবল মিজান,কনস্টেবল আরিফ, কনস্টেবল রেজাউল, কনস্টেবল কামরুজ্জামান মালখানা মুন্সীও পুলিশ সদস্যগণ।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

ভাগাড়সহ কোনো স্থানেই ময়লা পোড়ানো যাবে না: পরিবেশ উপদেষ্টা

বান্দরবানে তিনটি মামলায় তিন লাখ একুশ হাজার টাকার মাদকদ্রব্য ধ্বংস

আপডেট সময়ঃ ০৮:১৯:২৫ অপরাহ্ন, শনিবার, ১৬ এপ্রিল ২০২২

মোঃ জুয়েল হোসাইন :
১৩ এপ্রিল ২২ বিকালে ৪ টায় বান্দরবান চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত, চত্বরে চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মাহাবুবুর রহমান এর নির্দেশেনায় জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোঃ নূরুল হক এর উপস্থিতিতে এসব মাদকদ্রব্য ধ্বংস করা হয়। আদালত সূত্রে জানা যায়, ১টি মামলা জিআর মামলার নং-১১০/২২, নাইক্ষ্যংছড়ি থানার মামলার নং ০৫ জব্দকৃত ইয়াবা ১৯০৪২ পিচ জব্দকৃত তারিখ ৫/৪/২২, ২টি মামলার জিআর মামলার নং-৬৪/২২ নাইক্ষ্যংছড়ি থানার মামলার নং-০৮ জব্দকৃত তারিখ ২৮/২/২২, ১১১০০পিচ ইয়াবা, ৩টি মামলার জিআর মামলার নং ১০০/২২, নাইক্ষ্যংছড়ি থানার মামলার নং ১ জব্দকৃত তারিখ ১/৪/২২, ৯৩০পিচ ইয়াবা উদ্ধার করা হয়। আইনি প্রক্রিয়া শেষে এসব মামলায় উদ্ধার করা মাদকদ্রব্য ধ্বংস করা হয়। যার আনুমানিক তিন লাখ একুশ হাজার টাকা।
এসময় আরো উপস্থিত ছিলেন, তদন্তকারী কর্মকর্তা এসআই ইহসানুল হাসান, ভারপ্রাপ্ত মালখানা ইনচার্জ এসআই প্রিয়েল পালিত বান্দরবানের সদর কোর্ট পুলিশ, নন জিআরও রাজিব এর সহকারী সজল কান্তি দে, কনস্টেবল আশীষ, কনস্টেবল রাসেল,কনস্টেবল মিজান,কনস্টেবল আরিফ, কনস্টেবল রেজাউল, কনস্টেবল কামরুজ্জামান মালখানা মুন্সীও পুলিশ সদস্যগণ।