বান্দরবানে ধর্ষন মামলায় এক যুবককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত

- আপডেট সময়ঃ ১০:১০:১৩ অপরাহ্ন, বুধবার, ৮ নভেম্বর ২০২৩
- / ১৯০ বার পড়া হয়েছে
বান্দরবানে ধর্ষন মামলায় এক আসামিকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডও জরিমানা ১লাখ টাকা অর্থদন্ড অনাদায়ে এক বছর কারাদণ্ড আদেশ দিয়েছেন আদালত।
মঙ্গলবার (৭নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে বান্দরবান বিজ্ঞ বিচারক, (সিনিয়র) জেলা ও দায়রা জজ, নারীও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল, জেবুন্নাহার আয়শা রায় দেন। রায় ঘোষণার সময় দণ্ডপ্রাপ্ত আসামি মোঃ কবির হোসেন(৩৬)আদালতে উপস্থিত ছিলেন।
দণ্ডপ্রাপ্ত আসামি চরহোসনাবাদ,৬নং ওয়ার্ড ৬নং বাঁশবাড়ীয়া(ইউপি,উপজেলা/থানা-দশমিনা, পটুয়াখালী,বর্তমান ঠিকানা-লেমুঝিরি আগা পাড়া(মন্টু মার্মা) ভাড়াটিয়া ৪নং ওয়ার্ড, ৩নং সদর ইউপি,উপজেলা/থানা-বান্দরবান এলাকার বাসিন্দা নুর হোসেন সিকদার এর ছেলে।
বিজ্ঞ বিচারক( সিনিয়র) জেলা ও দায়রা জজ,নারীও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালতের বেঞ্চ সহকারী মোঃ মাইনুল ইসলাম জানান,গত ১৮সালে ৯সেপ্টম্বর বিকেলে সাড়ে ৩টায় সময়ে শাহনাজ আক্তার বাসার পশ্চিম পাশে ভাড়াটিয়া বাদী আব্দুর রশিদ(লেমুঝিরি আগা পাড়া),৪নং ওয়ার্ড,৩নং বান্দরবান সদর ইউপি,থানাও জেলা-বান্দরবান মেয়ে শারমিনকে জোরপূর্বক ধর্ষণ করেন!
পরের বান্দরবান সদর থানার আসামীর বিরুদ্ধে মামলার রুজু করা হয়েছে! এ ঘটনায় একই দিন বান্দরবান সদর থানার পুলিশ তদন্ত কেন্দ্রের তদন্তে করেন বাদী হয়ে ভিকটিমের পিতার আসামি মোঃকবির হোসেন বিরুদ্ধে বান্দরবান সদর থানায় এজাহার দায়ের করলে পুলিশ তদন্ত শেষে ২০১৯ সালে ১৪মার্চ১৯ইং মোঃ কবির হোসেন অভিযুক্ত করে অভিযোগপত্র দাখিল করেন। রাষ্ট্রপক্ষের সাক্ষীর সাক্ষ্য গ্রহণের পর আসামিপক্ষ থেকে এ মামলায় সাফাই সাক্ষীকে পরীক্ষার পর আদালত এ রায় দেন।
বিজ্ঞ বিচারক (সিনিয়র) জেলাও দায়রা জজ, নারী শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালতের পিপি অ্যাডভোকেট বাসিং থুয়াই মার্মা এ তথ্য নিশ্চিত করে বলেন, আসামি মোঃ কবির হোসেন, শারমিন আক্তার নামে এক নাবালককে জোরপূর্বক ধর্ষণ করার অপরাধ প্রামাণ হওয়ায় আদালত আসামীকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড শাস্তুি দিয়েছেন! রায়ের পর উপস্থিত আসামিকে কারাগারে প্রেরণ করা হয়।