বান্দরবানে বনফুল মালিক খোরশেদ আলম গ্রেফতার

- আপডেট সময়ঃ ১০:৩৭:৩১ অপরাহ্ন, বুধবার, ৫ জুলাই ২০২৩
- / ২৬০ বার পড়া হয়েছে
৫জুলাই বুধবার সাড়ে ১২টায় সময় বান্দরবান জেলা চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত, (বিশুদ্ধ খাদ্য)সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত (১)এর খোরশেদ আলম আত্মসমর্পণ জামিনের আবেদন না-মঞ্জুর আদালত আসামীকে C/W মূলে বান্দরবান জেলা কারাগারে পাঠানোর নির্দেশ দেয়!
সূত্রে জানানো যায়, গত ১৫/৬/২৩ইং তারিখে বান্দরবান জেলা বনফুল এর বিরুদ্ধে নিরাপদ খাদ্য আইনের বনফুল মালিক খোরশেদ আলম এর নামে আদালতে লিখিত ভাবেই অভিযোগ হয়ে উঠেছে!
আদালত আমলে গ্রহণ করিলে আসামী খোরশেদ আলমকে আদালতের আসার জন্য সমন দেয়! আসামী খোরশেদ আলম সমন পেয়ে আদালতে স্বেচ্ছায় হয়ে আইনজীবী এর মধ্যেমে জামিনের আবেদন করেন আদালত জামিনের আবেদন না-মঞ্জুর!আসামী পক্ষে নিয়োজিত আইনজীবি এডভোকেট মোঃ খলিল জানান,আমার মক্কেল বান্দরবানে দীর্ঘ বছর যাবৎ বনফুল এন্ড কোম্পানি মালিক হিসেবে দায়িত্ব কর্মরত ছিলেন তিনি খুব ভাল মানুষ হিসেবে পরিচিত!
আজকের আমরা আসামীর পক্ষে জামিনের আবেদন করেছি বিচারক সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট এর আদালত (১)আসামীকে জামিনের আবেদন না-মঞ্জুর করেন আমরা আসামী পক্ষে উচ্চ আদালতের জামিনের জন্য যাব!
এদিকে আসামী খোরশেদ আলম দীর্ঘদিন যাবৎ বনফুল নামের নানান পচা খাবার বিক্রি করে বলে স্থানীয় লোকজন জানান! অনেক সময় নানান মিষ্টি জাতীয় ও বিস্কুট থেকে শুরু করে দই,রসমালাই কোন নিদিষ্ট তারিখ নেই এসব খাবার বিক্রি করেছেন বলে তার বিরুদ্ধে অভিযোগ হয়েছে!
কোর্ট পরিদর্শক একে ফজলুল হক বলেন,বনফুন মালিক খোরশেদ আলম নামে এর বিরুদ্ধে তার দোকানে নিরাপদ খাদ্য আইনের রসমালাই ও দই গুলো কোন তারিখ মেয়াদ নেই ও পচা রসমালাই গুলো বিক্রি করছে বলে আদালতে লিখিত অভিযোগ এর প্রেক্ষিতে আসামী অদ্য তারিখে আদালতে জামিনের আবেদন করিলে আদালত আসামীকে জেলা কারাগারে পাঠানোর নির্দেশ দেয়!