ঢাকা, বুধবার, ০১ অক্টোবর ২০২৫ | ই-পেপার

বান্দরবানে বিদায়ী জোন কমান্ডার এবং নবাগত জোন কমান্ডারের সংবর্ধনা

দৈনিক আইন বার্তা
  • আপডেট সময়ঃ ০৮:১৫:০৯ অপরাহ্ন, বুধবার, ১ অক্টোবর ২০২৫
  • / ২৫ বার পড়া হয়েছে

মোঃ জুয়েল হোসাইন,বান্দরবান জেলা প্রতিনিধি :

বান্দরবান সদর জোন আয়োজনে সেনা জোনের বিদায়ী ‍জোন কমান্ডার এবং নবাগত জোন কমান্ডারের সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

এ উপলক্ষে বুধবার (১ অক্টোবর ) সন্ধ্যায় ৭টায় সদর সেনা জোন কনফারেন্স রুমে এক সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে সেনা জোন কমান্ডার লেঃ কর্নেল মোহাম্মদ হুমায়ুন রশীদ,পিএসসি সভাপতিত্বে বান্দরবান সেনা জোনের বিদায়ী জোন কমান্ডার লে. কর্নেল এস এম মাহাদুল হাসান , পিএসসি ও বান্দরবান সেনাজোনে নবাগত জোন কমান্ডার লেঃ কর্নেল মোহাম্মদ হুমায়ুন রশীদ,পিএসসি উপস্থিত ছিলেন।

এসময় বিদায়ী জোন কমান্ডার বলেন, পার্বত্য চট্টগ্রামে সন্ত্রাসবাদ নিরসনে স্থানীয় জনপ্রতিনিধিগণের ভূমিকা প্রসংশনীয়। আমি আপনাদের সহোযোগিতায় যেভাবে জোনের আওতাধীন সকল কার্যক্রম পরিচালনা করেছি, ঠিক তেমনি নবাগত জোন কমান্ডারকে সকল কার্যক্রম পরিচালনার ক্ষেত্রে সাহায্য করবেন। বান্দরবান সদর সেনা জোন দায়িত্বপূর্ণ এলাকার সকলের মধ্যে শান্তি শৃঙ্খলা রক্ষার্থে কাজ করলেও কিছু কিছু আঞ্চলিক সশস্ত্র সন্ত্রাসী গোষ্ঠী এর বিরোধিতা করে আসছে। জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সর্বস্তরের জনগণের নিরাপত্তা নিশ্চিত করে আসছে বান্দরবান সেনা জোন।

তিনি আরো বলেন, সন্ত্রাস-চাঁদাবাজি বন্ধে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। দায়িত্বপূর্ণ এলাকায় এ ধরনের সন্ত্রাসী কার্যক্রম সংগঠিত হলে বা সংগঠিত হওয়ার পূর্বাভাস পেলে সাথে সাথে সেনা জোনকে অবহিত করবেন। সেনা জোন তাদের প্রতিহত করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে বলে তিনি আশ্বাস প্রদান করেন। এছাড়া বাাঙলি এবং অন্যান্য সকল সম্প্রদায়ের জনগণ যেন একযোগে সন্ত্রাসীদের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর আহ্বান জানান তিনি।

তিনি আরো বলেন বাংলাদেশ সেনাবাহিনী পার্বত্য চট্টগ্রামে বসবাসরত সকল স্তরের জনগণের আপদকালীন সময় ছাড়াও ধর্মীয় বিভিন্ন কর্মকান্ডে সবসময় সর্বাত্মক সহায়তা প্রদান করে আসছে। ভবিষ্যতেও বাংলাদেশ সেনাবাহিনী পার্বত্য এলাকার সাধারণ জনগণের পাশে থেকে যেকোন প্রয়োজনে সর্বদা নিরলসভাবে কাজ করে যাবে বলে উল্লেখ করেন জোন কমান্ডার।

এসময় উপস্থিত ছিলেন বান্দরবান প্রেসক্লাবে সভাপতি আমিনুল ইসলাম বাচ্চু, সাবেক সাধারণ সম্পাদক মিনারুল হক মিনারসহ ইলেকট্রনিক প্রিন্ট মিডিয়া সকল সাংবাদিকবৃন্দ।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

বান্দরবানে বিদায়ী জোন কমান্ডার এবং নবাগত জোন কমান্ডারের সংবর্ধনা

আপডেট সময়ঃ ০৮:১৫:০৯ অপরাহ্ন, বুধবার, ১ অক্টোবর ২০২৫

মোঃ জুয়েল হোসাইন,বান্দরবান জেলা প্রতিনিধি :

বান্দরবান সদর জোন আয়োজনে সেনা জোনের বিদায়ী ‍জোন কমান্ডার এবং নবাগত জোন কমান্ডারের সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

এ উপলক্ষে বুধবার (১ অক্টোবর ) সন্ধ্যায় ৭টায় সদর সেনা জোন কনফারেন্স রুমে এক সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে সেনা জোন কমান্ডার লেঃ কর্নেল মোহাম্মদ হুমায়ুন রশীদ,পিএসসি সভাপতিত্বে বান্দরবান সেনা জোনের বিদায়ী জোন কমান্ডার লে. কর্নেল এস এম মাহাদুল হাসান , পিএসসি ও বান্দরবান সেনাজোনে নবাগত জোন কমান্ডার লেঃ কর্নেল মোহাম্মদ হুমায়ুন রশীদ,পিএসসি উপস্থিত ছিলেন।

এসময় বিদায়ী জোন কমান্ডার বলেন, পার্বত্য চট্টগ্রামে সন্ত্রাসবাদ নিরসনে স্থানীয় জনপ্রতিনিধিগণের ভূমিকা প্রসংশনীয়। আমি আপনাদের সহোযোগিতায় যেভাবে জোনের আওতাধীন সকল কার্যক্রম পরিচালনা করেছি, ঠিক তেমনি নবাগত জোন কমান্ডারকে সকল কার্যক্রম পরিচালনার ক্ষেত্রে সাহায্য করবেন। বান্দরবান সদর সেনা জোন দায়িত্বপূর্ণ এলাকার সকলের মধ্যে শান্তি শৃঙ্খলা রক্ষার্থে কাজ করলেও কিছু কিছু আঞ্চলিক সশস্ত্র সন্ত্রাসী গোষ্ঠী এর বিরোধিতা করে আসছে। জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সর্বস্তরের জনগণের নিরাপত্তা নিশ্চিত করে আসছে বান্দরবান সেনা জোন।

তিনি আরো বলেন, সন্ত্রাস-চাঁদাবাজি বন্ধে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। দায়িত্বপূর্ণ এলাকায় এ ধরনের সন্ত্রাসী কার্যক্রম সংগঠিত হলে বা সংগঠিত হওয়ার পূর্বাভাস পেলে সাথে সাথে সেনা জোনকে অবহিত করবেন। সেনা জোন তাদের প্রতিহত করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে বলে তিনি আশ্বাস প্রদান করেন। এছাড়া বাাঙলি এবং অন্যান্য সকল সম্প্রদায়ের জনগণ যেন একযোগে সন্ত্রাসীদের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর আহ্বান জানান তিনি।

তিনি আরো বলেন বাংলাদেশ সেনাবাহিনী পার্বত্য চট্টগ্রামে বসবাসরত সকল স্তরের জনগণের আপদকালীন সময় ছাড়াও ধর্মীয় বিভিন্ন কর্মকান্ডে সবসময় সর্বাত্মক সহায়তা প্রদান করে আসছে। ভবিষ্যতেও বাংলাদেশ সেনাবাহিনী পার্বত্য এলাকার সাধারণ জনগণের পাশে থেকে যেকোন প্রয়োজনে সর্বদা নিরলসভাবে কাজ করে যাবে বলে উল্লেখ করেন জোন কমান্ডার।

এসময় উপস্থিত ছিলেন বান্দরবান প্রেসক্লাবে সভাপতি আমিনুল ইসলাম বাচ্চু, সাবেক সাধারণ সম্পাদক মিনারুল হক মিনারসহ ইলেকট্রনিক প্রিন্ট মিডিয়া সকল সাংবাদিকবৃন্দ।