বান্দরবানে সাংবাদিকদের সাথে নবাগত র্যাব ১৫-সিপিসি কমান্ডার মতবিনিময়

- আপডেট সময়ঃ ০১:৫৬:৫০ অপরাহ্ন, বুধবার, ১ অক্টোবর ২০২৫
- / ৪৭ বার পড়া হয়েছে
মোঃ জুয়েল হোসাইন,বান্দরবান জেলা প্রতিনিধি: বান্দরবান বিভিন্ন গণমাধ্যমে কর্মরত ও প্রেসক্লাবের অর্ন্তভুক্ত সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন নবাগত র্যাব কমান্ডার মেজর মোঃ নাজমুল ইসলাম।
বুধবার (১ অক্টোবর ) সকাল ১১ টায় বান্দরবান শহর হোটেল হিলটন কনফারেন্স হলে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। গত শুক্রবার (২৬ সেপ্টেম্বর ) তিনি বান্দরবান র্যাব-১৫ সিপিসি কমান্ডার হিসেবে যোগদান করেন। মতবিনিময়কালে সাংবাদিকরা কমান্ডার কাছে জেলায়,উপজেলায় মাদক, জুয়া, চোরাচালান সহ নানা সমস্যা তোলে ধরে তা সমাধানের পরামর্শ দেন।
পেশাগত দায়িত্ব পালনে সাংবাদিকদের সহযোগিতা চেয়ে নবাগত র্যাব-১৫ সিপিসি কমান্ডার মোঃ নাজমুল ইসলাম বলেন, আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ, অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসা ও অপরাধ নির্মূল করা আইনশৃঙ্খলা বাহিনী একার পক্ষে সম্ভব নয়। এক্ষেত্রে সাংবাদিকরা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন। এজন্য আপনাদের সহযোগিতা খুবই প্রয়োজন। তিনি আশা করেন অপরাধ দমনে সাংবাদিকরা সবসময় আইনশৃঙ্খলা বাহিনীদের পাশে থাকবেন, সহযোগিতা করবেন। বস্তনিষ্ট সংবাদ প্রকাশের মাধ্যমে একজন সাংবাদিক মানবিক সমাজ গঠন ও সমাজে ন্যায় বিচার প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভুমিকা রাখেন। তিনি জনগণের জান-মালের নিরাপত্তা নিশ্চিত ও অপরাধ নির্মূলে আইনশৃঙ্খলা বাহিনী এবং সাংবাদিক এক হয়ে কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।
এসময় উপস্থিত ছিলেন বান্দরবান প্রেসক্লাবে সভাপতি আমিনুর ইসলাম বাচ্চু,ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জাকির হোসেন,সাংবাদিক ইউনিয়ন ফোরাম সভাপতি এস এম সম্রাট, প্রেসক্লাবে সাবেক সাধারণ সম্পাদক মিনারুল হক মিনারসহ ইলেকট্রনিক প্রিন্ট মিডিয়া সকল সাংবাদিকবৃন্দ।
অনুষ্ঠিত মতবিনিময় সভায় বক্তব্য দেন বান্দরবান প্রেসক্লাবের সভাপতি আমিনুর ইসলাম বাচ্চু, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জাকির হোসেন, সাবেক সাধারণ সম্পাদক মিনারুল হক মিনারসহ সকল সাংবাদিক প্রমুখ।