বান্দরবানে সাড়ে ৯৭ লাখ টাকার মাদকদ্রব্য ধ্বংস

- আপডেট সময়ঃ ০৬:৪৯:১৭ অপরাহ্ন, সোমবার, ২১ অগাস্ট ২০২৩
- / ২০৪ বার পড়া হয়েছে
বান্দরবানে ৬টি মামলার আলামত হিসেবে জব্দকৃত মাদকদ্রব্য ধ্বংস করা হয়েছে!
রবিবার (২১আগস্ট বিকেলে সাড়ে ৪টায় সময় বান্দরবান চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত চত্বরে চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মাহাবুবুর রহমান এর নির্দেশনায় সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ নাজমুল হোছাইন এর উপস্থিতিতে এসব ধ্বংস করা হয়।
আদালত সূত্রে জানা যায়, আলীকদম ও নাইক্ষ্যংছড়ি থানার জব্দকৃত ৬টি মামলায় ইয়াবা, বিদেশি মদ কাচের বোতল,দেশি তৈরি চোলাই মদ,বিদেশি চা পাতাও বিদেশি বিয়ার ক্যানসহ নানান ধরনের মাদকদ্রব্য আইনি প্রক্রিয়া শেষে ধ্বংস করা হয়!
যার আনুমানিক ৯৭লাখ ১৮হাজার ৮০টাকা। এসময় উপস্থিত ছিলেন, কোর্ট পরিদর্শক মোঃএকে ফজলুল হক ,আলীকদম ও নাইক্ষ্যংছড়ি থানার এসআই মোঃ দেলোয়ার হোসেন, এসআই মোঃ ফখরুল ইসলাম,মালখানা ভারপ্রাপ্ত ইনচার্জ এসআই প্রিয়েল পালিত, জি আরওবিশ্বজিৎ, নন,জি, আরও শফিকুল ইসলাম, কনস্টেবল সাদেক প্রমুখ।