ঢাকা, বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর ২০২৫ | ই-পেপার

বান্দরবানে ৭২৫ জন মেধাবী শিক্ষার্থীদের ২ কোটি টাকা শিক্ষাবৃত্তি প্রদান : পার্বত্য মন্ত্রী

মোঃ জুয়েল হোসাইন, বান্দরবান জেলা প্রতিনিধি :
  • আপডেট সময়ঃ ০৬:০১:৪৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ এপ্রিল ২০২৩
  • / ১৪২ বার পড়া হয়েছে

পার্বত্যমন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি বলেছেন, বান্দরবান জেলাকে আগামী দিনে আধুনিক শিক্ষিত নগরী হিসেবে গড়ে তোলা হবে। যাতে নতুন প্রজন্ম সুশিক্ষিত হয়ে এই জেলার সুনাম বয়ে আনতে পারে।

 

মঙ্গলবার (১১ এপ্রিল) সকালে অরুণ সারকী টাউন হলে মেধাবী শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি থেকে তিনি এসব বক্তব্য প্রদান করেন।

 

তিনি আরও বলেন, সুশিক্ষিত হয়ে এমনভাবে নিজেকে তৈরি করতে হবে যাতে জাতি, রাষ্ট্র ও সমাজের উপকারে আসে। তাই লেখাপড়া করে আগামীতে একজন দক্ষ নাগরিক হিসেবে গড়ে তুলতে শিক্ষার্থীদের প্রতি অনুরোধ জানান।

 

পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের অতিরিক্ত সচিব নুরল আলম চৌধুরী সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি।

 

অনুষ্ঠান শেষে বান্দরবান জেলায় কলেজ ও বিশ্ববিদ্যালয় পর্যায়ের ৭২৫ জন মেধাবী শিক্ষার্থীদের মাঝে সাড়ে ৬৩ লাখ টাকাসহ তিন পার্বত্য জেলাকে মোট ২ কোটি টাকা শিক্ষাবৃত্তি প্রদান করা হয়।

 

এ সময় আরও উপস্থিত ছিলেন- অনুষ্ঠানে মন্ত্রী একান্ত সচিব আশীষ বড়ুয়া সঞ্চালনায় অতিরিক্ত পুলিশ সুপার মো. শাহ আলম, অতিরিক্ত জেলা প্রশাসক মো. ফজলু রহমান, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী ইয়াছিন বীন আরাফাত, সহকারী প্রকৌশলী মো. এরশাদ, বান্দরবান সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রদীপ বড়ুয়া, সরকারী কলেজে অধ্যক্ষ প্রফেসর মুকশেদুল আমীন, শিক্ষার্থী, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায়সহ ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

 

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

বান্দরবানে ৭২৫ জন মেধাবী শিক্ষার্থীদের ২ কোটি টাকা শিক্ষাবৃত্তি প্রদান : পার্বত্য মন্ত্রী

আপডেট সময়ঃ ০৬:০১:৪৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ এপ্রিল ২০২৩

পার্বত্যমন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি বলেছেন, বান্দরবান জেলাকে আগামী দিনে আধুনিক শিক্ষিত নগরী হিসেবে গড়ে তোলা হবে। যাতে নতুন প্রজন্ম সুশিক্ষিত হয়ে এই জেলার সুনাম বয়ে আনতে পারে।

 

মঙ্গলবার (১১ এপ্রিল) সকালে অরুণ সারকী টাউন হলে মেধাবী শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি থেকে তিনি এসব বক্তব্য প্রদান করেন।

 

তিনি আরও বলেন, সুশিক্ষিত হয়ে এমনভাবে নিজেকে তৈরি করতে হবে যাতে জাতি, রাষ্ট্র ও সমাজের উপকারে আসে। তাই লেখাপড়া করে আগামীতে একজন দক্ষ নাগরিক হিসেবে গড়ে তুলতে শিক্ষার্থীদের প্রতি অনুরোধ জানান।

 

পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের অতিরিক্ত সচিব নুরল আলম চৌধুরী সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি।

 

অনুষ্ঠান শেষে বান্দরবান জেলায় কলেজ ও বিশ্ববিদ্যালয় পর্যায়ের ৭২৫ জন মেধাবী শিক্ষার্থীদের মাঝে সাড়ে ৬৩ লাখ টাকাসহ তিন পার্বত্য জেলাকে মোট ২ কোটি টাকা শিক্ষাবৃত্তি প্রদান করা হয়।

 

এ সময় আরও উপস্থিত ছিলেন- অনুষ্ঠানে মন্ত্রী একান্ত সচিব আশীষ বড়ুয়া সঞ্চালনায় অতিরিক্ত পুলিশ সুপার মো. শাহ আলম, অতিরিক্ত জেলা প্রশাসক মো. ফজলু রহমান, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী ইয়াছিন বীন আরাফাত, সহকারী প্রকৌশলী মো. এরশাদ, বান্দরবান সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রদীপ বড়ুয়া, সরকারী কলেজে অধ্যক্ষ প্রফেসর মুকশেদুল আমীন, শিক্ষার্থী, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায়সহ ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।