বান্দরবান পৌরসভার মেয়রের দায়িত্বভার গ্রহণ করেছেন আওয়ামীলীগ প্রার্থী নবনির্বাচিত মেয়র মো.সামসুল ইসলাম।
গত ১৩ আগস্ট রবিবার বান্দরবান পৌরসভার মেয়রের দায়িত্ব বুঝে নেন তিনি। এসময় বান্দরবান পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র সৌরভ দাশ শেখর নবনির্বাচিত মেয়রের হাতে দায়িত্বভার হস্তান্তর করেন।
এসময় উপস্থিত ছিলেন পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অরুপ রতন সিংহ,জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি শফিকুর রহমান,জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক লক্ষীপদ দাশ,নির্বাহী প্রকৌশলী মোজাম্মেল হক, সহকারী প্রকৌশলী রুই প্রু অং মারমা, প্রশাসনিক কর্মকর্তা প্রিয়তোষ চৌধুরী, হিসাব রক্ষণ কর্মকর্তা নুরুল আমিন চৌধুরী সহ বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলর এবং পৌরসভার কর্মকর্তা ও কর্মচারী বৃন্দ।
নতুন দায়িত্ব নিয়েই পৌরসভার মেয়র সবার সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং দুর্যোগকালীন এইসময়ে পৌরসভার প্রতিটি কর্মীকে যথাযথভাবে দায়িত্ব পালনের আহবান জানান।
গত ২৩ জুলাই মো.সামসুল ইসলামকে বান্দরবান পৌরসভার মেয়র হিসেবে সরকারীভাবে গেজেট প্রকাশ করা হয় এবং ১০আগস্ট চট্টগ্রাম বিভাগীয় কমিশনারের কার্যালয়ে শপথ গ্রহণ করেন মো.সামসুল ইসলাম ।