ঢাকা, রবিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৫ | ই-পেপার

বিএনপিকে রাজনৈতিকভাবে কোণঠাসা করার চেষ্টা চলছে: রুহুল কবির রিজভী

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময়ঃ ০৩:৩১:০৫ অপরাহ্ন, রবিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৫
  • / ১৮ বার পড়া হয়েছে

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী অভিযোগ করেছেন, একটি পরিকল্পিত ষড়যন্ত্রের মাধ্যমে বিএনপিকে রাজনৈতিকভাবে দুর্বল করার চেষ্টা চলছে। তাঁর মতে, গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের অধিকার প্রতিষ্ঠার আন্দোলনের বিরুদ্ধে এ ধরনের তৎপরতা মারাত্মক হুমকি হয়ে দাঁড়িয়েছে।

রবিবার (১৪ সেপ্টেম্বর) রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে খালেদা জিয়ার শারীরিক অবস্থা এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কারামুক্তি দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা ও দোয়া মাহফিলে তিনি এ মন্তব্য করেন।

রিজভী বলেন, সরকারের অভ্যন্তরে একটি মহল পরিকল্পিতভাবে ডাকসু ও জাকসু নির্বাচনকে প্রভাবিত করেছে। তাঁর দাবি, এসব বিশ্ববিদ্যালয়ের ব্যালট পেপার সরকারি প্রেসে না ছেপে একটি বেসরকারি প্রতিষ্ঠানে ছাপানো হয়েছে, যার মালিক একটি বিশেষ রাজনৈতিক দলের ঘনিষ্ঠ ব্যক্তি। এতে নির্বাচনী প্রক্রিয়ার নিরপেক্ষতা নিয়ে গুরুতর প্রশ্ন উঠেছে।

তিনি আরও বলেন, দেশের ১৬টি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য জামায়াত ঘনিষ্ঠ হতে পারে—এমন বাস্তবতা অন্তর্বর্তীকালীন সরকারের সহযোগিতা ছাড়া সম্ভব নয়। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা অনিয়মের প্রতিবাদে দায়িত্ব ছাড়ায় জনগণের মনে সন্দেহ জেগেছে, রাষ্ট্র ও বিশ্ববিদ্যালয় প্রশাসন কি যৌথভাবে কোনো ‘গভীর ষড়যন্ত্রের নীলনকশা’ বাস্তবায়ন করছে?

রিজভী হুঁশিয়ারি দিয়ে বলেন, উগ্রবাদের উত্থান ঘটলে দেশের ভবিষ্যৎ ভয়াবহ হতে পারে। যাঁরা একসময় ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের নেতৃত্ব দিয়েছেন, তাঁদের আজ শিবিরপন্থী হয়ে যাওয়া দুঃখজনক।

তিনি জোর দিয়ে বলেন, বিএনপি কখনো অন্যায়ের সঙ্গে আপস করেনি, ভবিষ্যতেও করবে না। জনগণকে এই ষড়যন্ত্রের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়ে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান তিনি।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

বিএনপিকে রাজনৈতিকভাবে কোণঠাসা করার চেষ্টা চলছে: রুহুল কবির রিজভী

আপডেট সময়ঃ ০৩:৩১:০৫ অপরাহ্ন, রবিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৫

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী অভিযোগ করেছেন, একটি পরিকল্পিত ষড়যন্ত্রের মাধ্যমে বিএনপিকে রাজনৈতিকভাবে দুর্বল করার চেষ্টা চলছে। তাঁর মতে, গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের অধিকার প্রতিষ্ঠার আন্দোলনের বিরুদ্ধে এ ধরনের তৎপরতা মারাত্মক হুমকি হয়ে দাঁড়িয়েছে।

রবিবার (১৪ সেপ্টেম্বর) রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে খালেদা জিয়ার শারীরিক অবস্থা এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কারামুক্তি দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা ও দোয়া মাহফিলে তিনি এ মন্তব্য করেন।

রিজভী বলেন, সরকারের অভ্যন্তরে একটি মহল পরিকল্পিতভাবে ডাকসু ও জাকসু নির্বাচনকে প্রভাবিত করেছে। তাঁর দাবি, এসব বিশ্ববিদ্যালয়ের ব্যালট পেপার সরকারি প্রেসে না ছেপে একটি বেসরকারি প্রতিষ্ঠানে ছাপানো হয়েছে, যার মালিক একটি বিশেষ রাজনৈতিক দলের ঘনিষ্ঠ ব্যক্তি। এতে নির্বাচনী প্রক্রিয়ার নিরপেক্ষতা নিয়ে গুরুতর প্রশ্ন উঠেছে।

তিনি আরও বলেন, দেশের ১৬টি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য জামায়াত ঘনিষ্ঠ হতে পারে—এমন বাস্তবতা অন্তর্বর্তীকালীন সরকারের সহযোগিতা ছাড়া সম্ভব নয়। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা অনিয়মের প্রতিবাদে দায়িত্ব ছাড়ায় জনগণের মনে সন্দেহ জেগেছে, রাষ্ট্র ও বিশ্ববিদ্যালয় প্রশাসন কি যৌথভাবে কোনো ‘গভীর ষড়যন্ত্রের নীলনকশা’ বাস্তবায়ন করছে?

রিজভী হুঁশিয়ারি দিয়ে বলেন, উগ্রবাদের উত্থান ঘটলে দেশের ভবিষ্যৎ ভয়াবহ হতে পারে। যাঁরা একসময় ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের নেতৃত্ব দিয়েছেন, তাঁদের আজ শিবিরপন্থী হয়ে যাওয়া দুঃখজনক।

তিনি জোর দিয়ে বলেন, বিএনপি কখনো অন্যায়ের সঙ্গে আপস করেনি, ভবিষ্যতেও করবে না। জনগণকে এই ষড়যন্ত্রের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়ে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান তিনি।