ঢাকা, রবিবার, ০৭ ডিসেম্বর ২০২৫ | ই-পেপার

বিজয় দিবস নিয়ে কোনো শঙ্কা নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা

অনলাইন ডেস্ক
  • আপডেট সময়ঃ ০৩:৪০:৩৬ অপরাহ্ন, বুধবার, ১৯ নভেম্বর ২০২৫
  • / ৪১ বার পড়া হয়েছে

উদযাপনকে কেন্দ্র করে দেশের কোথাও কোনো ধরনের নাশকতা বা অস্থিরতার শঙ্কা নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি বলেছেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায়কে ঘিরেও কোনো অস্থিরতা সৃষ্টি হয়নি, পরিস্থিতি স্বাভাবিক আছে।

বুধবার (১৯ নভেম্বর) সকালে রাজধানীতে অনুষ্ঠিত দুইটি অনুষ্ঠানে তিনি এ বিষয়ে বক্তব্য দেন। সকালে একটি সরকারি অনুষ্ঠানে অংশ নিয়ে তিনি বলেন, এ বছর বিজয় দিবসে আগের চেয়ে বেশি কর্মসূচি থাকবে এবং সব আয়োজন নির্বিঘ্নে সম্পন্ন হবে। সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আন্তঃমন্ত্রণালয় সভা শেষে সাংবাদিকদের সামনে একই বার্তা তুলে ধরেন উপদেষ্টা।

তিনি জানান, বিজয় দিবসের কর্মসূচিতে কোনো পরিবর্তন নেই এবং বরাবরের মতোই রাষ্ট্রীয়ভাবেই দিনটি পালন করা হবে। তার ভাষায়, আগের বছরের মতো এবারও প্যারেড হবে না, তবে সামগ্রিক আয়োজন আরও বিস্তৃত হবে। তিনি বলেন, শেখ হাসিনার মামলার রায় ঘোষণার পরও কোথাও কোনো অস্থিরতা দেখা যায়নি, তাই বিজয় দিবস উদযাপনে শঙ্কার কোনো কারণ নেই।

সাংবাদিকদের প্রশ্নে ডিবি পরিচয়ে গ্রেপ্তারি পরোয়ানা ছাড়াই একজন সাংবাদিককে বাসা থেকে তুলে নিয়ে পরে ফেরত দেওয়া হয়েছিল কি না, এ বিষয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, বিষয়টি তার জানা ছিল না। তিনি বলেন, অনুসন্ধান করে বিষয়টি সম্পর্কে বিস্তারিত জানা যাবে এবং গুরুত্বসহকারে দেখা হবে।

ব্রিফিংয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয় সংক্রান্ত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মো. খোদা বখস চৌধুরী এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি উপস্থিত ছিলেন।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

বিজয় দিবস নিয়ে কোনো শঙ্কা নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা

আপডেট সময়ঃ ০৩:৪০:৩৬ অপরাহ্ন, বুধবার, ১৯ নভেম্বর ২০২৫

উদযাপনকে কেন্দ্র করে দেশের কোথাও কোনো ধরনের নাশকতা বা অস্থিরতার শঙ্কা নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি বলেছেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায়কে ঘিরেও কোনো অস্থিরতা সৃষ্টি হয়নি, পরিস্থিতি স্বাভাবিক আছে।

বুধবার (১৯ নভেম্বর) সকালে রাজধানীতে অনুষ্ঠিত দুইটি অনুষ্ঠানে তিনি এ বিষয়ে বক্তব্য দেন। সকালে একটি সরকারি অনুষ্ঠানে অংশ নিয়ে তিনি বলেন, এ বছর বিজয় দিবসে আগের চেয়ে বেশি কর্মসূচি থাকবে এবং সব আয়োজন নির্বিঘ্নে সম্পন্ন হবে। সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আন্তঃমন্ত্রণালয় সভা শেষে সাংবাদিকদের সামনে একই বার্তা তুলে ধরেন উপদেষ্টা।

তিনি জানান, বিজয় দিবসের কর্মসূচিতে কোনো পরিবর্তন নেই এবং বরাবরের মতোই রাষ্ট্রীয়ভাবেই দিনটি পালন করা হবে। তার ভাষায়, আগের বছরের মতো এবারও প্যারেড হবে না, তবে সামগ্রিক আয়োজন আরও বিস্তৃত হবে। তিনি বলেন, শেখ হাসিনার মামলার রায় ঘোষণার পরও কোথাও কোনো অস্থিরতা দেখা যায়নি, তাই বিজয় দিবস উদযাপনে শঙ্কার কোনো কারণ নেই।

সাংবাদিকদের প্রশ্নে ডিবি পরিচয়ে গ্রেপ্তারি পরোয়ানা ছাড়াই একজন সাংবাদিককে বাসা থেকে তুলে নিয়ে পরে ফেরত দেওয়া হয়েছিল কি না, এ বিষয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, বিষয়টি তার জানা ছিল না। তিনি বলেন, অনুসন্ধান করে বিষয়টি সম্পর্কে বিস্তারিত জানা যাবে এবং গুরুত্বসহকারে দেখা হবে।

ব্রিফিংয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয় সংক্রান্ত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মো. খোদা বখস চৌধুরী এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি উপস্থিত ছিলেন।