নিজস্ব প্রতিবেদক :
জাতীয় গ্রিডের একটি সঞ্চালন লাইনে বিদ্যুৎ বিপর্যয় দেখা দেওয়ার সুযোগে ছিনতাইকারী চক্রের দৌরাত্ম্য বেড়ে গেছে- এমন তথ্যের ভিত্তিতে রাজধানীর বিভ্ন্নি এলাকায় অভিযান চালিয়ে ছিনতাই চক্রের মূলহোতাসহ ২৪ জনকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। আজ বুধবার দুপুরে র্যাব-৩ এর স্টাফ অফিসার (মিডিয়া) সহকারী পুলিশ সুপার ফারজানা হক এ তথ্য জানান। তিনি বলেন, গত মঙ্গলবার রাতে রাজধানীতে বিদ্যুৎ না থাকায় সুযোগে ছিনতাইকারী চক্রের দৌরাত্ম বেড়ে যাওয়ার খবরে রাজধানীর শাহজাহানপুর, মতিঝিল, পল্টন ও যাত্রাবাড়ী এলাকায় সন্ধ্যা থেকে রাত ১১টা পর্যন্ত সাঁড়াশি অভিযান চালিয়ে চক্রের মূলহোতাসহ ২৪ জনকে আটক করা হয়েছে। তারা হলেন- রাজন (২২), বিল্লাল হোসেন (১৯), হৃদয় হোসেন (১৯), জসমত (১৫), এনামুল হক (২২), রানা (২৮), সুজন (২৬), শাহীন (২৬), বিল্লাল হোসেন (২৫), হৃদয় (১৯), মোবারক হোসেন (১৯), জনি (৩০), আবু বক্কর সিদ্দিক (২৪), মিলন চন্দ্র মন্ডল (৩৮), সুজন (২০), রিপন (৪০), আমান হোসেন (২০), শরিফ উদ্দিন(২১), রনি (২০), আরিফ হোসেন (২০), ইদ্রিস(২৯), নুর উদ্দিন (৫৪), সোহেল (১৯) ও আলামিন (৩২)। এ সময় তাদের কাছ থেকে সুইচ গিয়ার, ব্লেড, কাঁচি, চাকু, খুরসহ বিভিন্ন দেশীয় অস্ত্রশস্ত্র উদ্ধার করা হয়। আসামিরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানায়, তারা রাজধানীর শাহজাহানপুর, মতিঝিল এবং পল্টন থানা এলাকায় নিয়মিত ছিনতাইয়ের কার্যক্রম চালিয়ে আসছিল। গত মঙ্গলবার বিদ্যুৎ না থাকায় সুযোগে সংঘবদ্ধভাবে বড় ধরনের ছিনতাইয়ের পরিকল্পনা করে তারা। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে বলেও জানান সহকারী পুলিশ সুপার ফারজানা হক।
সর্বশেষঃ
বিদ্যুৎ বিপর্যয়ের সুযোগে বড় ধরনের ছিনতাইয়ের পরিকল্পনা, গ্রেপ্তার ২৪
-
দৈনিক আইন বার্তা
- আপডেট সময়ঃ ০৯:৩৩:৪৫ অপরাহ্ন, বুধবার, ৫ অক্টোবর ২০২২
- ১৬০ বার পড়া হয়েছে
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ