ঢাকা, সোমবার, ১৭ নভেম্বর ২০২৫ | ই-পেপার

বিপিএল থেকে নাম প্রত্যাহার করে নিলেন তামিম ইকবাল

ক্রীড়া ডেস্ক
  • আপডেট সময়ঃ ০৩:৪৬:৪৭ অপরাহ্ন, সোমবার, ১৭ নভেম্বর ২০২৫
  • / ১৭ বার পড়া হয়েছে

সাবেক বাংলাদেশ অধিনায়ক তামিম ইকবাল এবার বিপিএলে খেলছেন না। তিনি বোর্ডকে অনুরোধ করেছেন যেন আগামী ২৩ নভেম্বরের নিলামের তালিকা থেকে তার নাম বাদ দেওয়া হয়।

রবিবার (১৬ নভেম্বর) তামিম ক্রিকবাজকে এই খবর নিশ্চিত করেন। তিনি বলেন, ‘হ্যাঁ, আমি বিপিএলে অংশ নিচ্ছি না। আমি শাহরিয়ার নাফীসকে আমার নাম প্লেয়ার্স ড্রাফট থেকে বাদ দিতে বলেছি।’

২০১২ সালে বিপিএল শুরু হওয়ার পর থেকে প্রতিটি আসরে খেলেছিলেন তামিম। টুর্নামেন্টের সবচেয়ে সফল ব্যাটারদের একজন হিসেবেও তার পরিচিতি ছিল। ফরচুন বরিশালকে টানা দুই মৌসুমে শিরোপা জেতাতে ব্যাটার ও অধিনায়ক দুই ভূমিকাতেই তিনি বড় ভূমিকা রাখেন।

তবে তার বিপিএল না খেলার সিদ্ধান্ত খুব বড় চমক নয়। কারণ কয়েকটি কারণে এই সিদ্ধান্তের ইঙ্গিত ছিল। এর মধ্যে রয়েছে তার শারীরিক অবস্থা এবং ফরচুন বরিশালের এবারের বিপিএল থেকে সরে দাঁড়ানো। তারা জানায়, প্রস্তুতির জন্য সময় খুব কম।

৩৬ বছর বয়সী তামিম মার্চ ২০২৪ সালে একটি ঘরোয়া ম্যাচে হার্ট অ্যাটাক হওয়ার পর আর পেশাদার ক্রিকেটে ফিরতে পারেননি। সেই সময় থেকে তিনি পুরোপুরি সুস্থ হতে মনোযোগ দিচ্ছিলেন, মাঠে ফেরার তাড়াহুড়া করেননি।

এ ছাড়া তিনি ক্রিকেট প্রশাসনে কাজ করার আগ্রহও দেখিয়েছিলেন। তিনি বিসিবি নির্বাচনে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছিলেন। পরে তিনি সরে দাঁড়ান। কারণ হিসেবে তিনি alleged সরকারি হস্তক্ষেপের কথা জানান।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

বিপিএল থেকে নাম প্রত্যাহার করে নিলেন তামিম ইকবাল

আপডেট সময়ঃ ০৩:৪৬:৪৭ অপরাহ্ন, সোমবার, ১৭ নভেম্বর ২০২৫

সাবেক বাংলাদেশ অধিনায়ক তামিম ইকবাল এবার বিপিএলে খেলছেন না। তিনি বোর্ডকে অনুরোধ করেছেন যেন আগামী ২৩ নভেম্বরের নিলামের তালিকা থেকে তার নাম বাদ দেওয়া হয়।

রবিবার (১৬ নভেম্বর) তামিম ক্রিকবাজকে এই খবর নিশ্চিত করেন। তিনি বলেন, ‘হ্যাঁ, আমি বিপিএলে অংশ নিচ্ছি না। আমি শাহরিয়ার নাফীসকে আমার নাম প্লেয়ার্স ড্রাফট থেকে বাদ দিতে বলেছি।’

২০১২ সালে বিপিএল শুরু হওয়ার পর থেকে প্রতিটি আসরে খেলেছিলেন তামিম। টুর্নামেন্টের সবচেয়ে সফল ব্যাটারদের একজন হিসেবেও তার পরিচিতি ছিল। ফরচুন বরিশালকে টানা দুই মৌসুমে শিরোপা জেতাতে ব্যাটার ও অধিনায়ক দুই ভূমিকাতেই তিনি বড় ভূমিকা রাখেন।

তবে তার বিপিএল না খেলার সিদ্ধান্ত খুব বড় চমক নয়। কারণ কয়েকটি কারণে এই সিদ্ধান্তের ইঙ্গিত ছিল। এর মধ্যে রয়েছে তার শারীরিক অবস্থা এবং ফরচুন বরিশালের এবারের বিপিএল থেকে সরে দাঁড়ানো। তারা জানায়, প্রস্তুতির জন্য সময় খুব কম।

৩৬ বছর বয়সী তামিম মার্চ ২০২৪ সালে একটি ঘরোয়া ম্যাচে হার্ট অ্যাটাক হওয়ার পর আর পেশাদার ক্রিকেটে ফিরতে পারেননি। সেই সময় থেকে তিনি পুরোপুরি সুস্থ হতে মনোযোগ দিচ্ছিলেন, মাঠে ফেরার তাড়াহুড়া করেননি।

এ ছাড়া তিনি ক্রিকেট প্রশাসনে কাজ করার আগ্রহও দেখিয়েছিলেন। তিনি বিসিবি নির্বাচনে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছিলেন। পরে তিনি সরে দাঁড়ান। কারণ হিসেবে তিনি alleged সরকারি হস্তক্ষেপের কথা জানান।