বিসিবি নির্বাচনের জন্য তিন সদস্যের কমিশন গঠন

- আপডেট সময়ঃ ০৬:০২:৪৬ অপরাহ্ন, শনিবার, ৬ সেপ্টেম্বর ২০২৫
- / ২৩ বার পড়া হয়েছে
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচন ঘিরে জমে উঠছে নতুন উত্তেজনা। অক্টোবরে অনুষ্ঠেয় এই নির্বাচনের জন্য আজ শনিবার আনুষ্ঠানিকভাবে তিন সদস্যের নির্বাচন কমিশন গঠনের ঘোষণা দিয়েছে বিসিবি।
বিসিবির পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, এবারের নির্বাচন কমিশনে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করবেন সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী এডভোকেট মোহাম্মদ হোসেন। বাকি দুই সদস্য হলেন সিআইডির প্রধান ও অতিরিক্ত আইজিপি মোহাম্মদ সিবগাত উল্লাহ (বিপিএম, পিপিএম) এবং জাতীয় ক্রীড়া পরিষদের (এনএসসি) একজন যুগ্ম-সম্পাদক বা নির্বাহী পরিচালক।
এই তিন সদস্যই বোর্ডের গঠনতন্ত্র ও বিধিমালার আলোকে আসন্ন বিসিবি নির্বাচন পরিচালনা করবেন।
বিসিবির সর্বশেষ নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল ২০২১ সালের ৬ অক্টোবর। গঠনতন্ত্র অনুযায়ী, চার বছর পর পর নির্বাচন অনুষ্ঠিত হয়। সে হিসাবে, আগামী অক্টোবরের প্রথম সপ্তাহেই নতুন নির্বাচন অনুষ্ঠিত হবে বলে ১ সেপ্টেম্বরের বোর্ড সভায় সিদ্ধান্ত গৃহীত হয়।
নির্বাচনে মূলত বোর্ড পরিচালকদের নির্বাচন করা হয়, যাদের মধ্য থেকেই পরে সভাপতি নির্বাচিত হন। এবারের নির্বাচনে আলোচনার কেন্দ্রে রয়েছেন দুই বিশিষ্ট নাম—বর্তমান সভাপতি আমিনুল ইসলাম বুলবুল এবং সাবেক অধিনায়ক তামিম ইকবাল।
বুলবুল বর্তমানে এনএসসি মনোনীত পরিচালক হিসেবে সভাপতির দায়িত্ব পালন করছেন। তবে তিনি এবার সরাসরি নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা দিয়েছেন। অন্যদিকে, আন্তর্জাতিক ক্রিকেট থেকে সদ্য বিদায় নেওয়া তামিম ইকবাল এবারই প্রথম বিসিবি নির্বাচনে প্রার্থী হতে যাচ্ছেন।
রাজনৈতিক পট পরিবর্তনের পর এবারের বিসিবি নির্বাচন এক ভিন্ন আবহ তৈরি করেছে। পরিচালনা পর্ষদেও নতুন মুখ আসার জোর সম্ভাবনা রয়েছে।
গুঞ্জন উঠেছিল, হয়তো নির্বাচনের বদলে একটি অ্যাডহক কমিটি গঠন করা হতে পারে। তবে সে গুঞ্জন উড়িয়ে দিয়ে বিসিবি নির্বাচনের সময়সূচি ঘোষণা করে একটি স্বচ্ছ নির্বাচনের বার্তা দিয়েছে।