বৃষ্টিতে ভেসে গেল তৃতীয় টি-টোয়েন্টি, ২-০ ব্যবধানে জিতল বাংলাদেশ

- আপডেট সময়ঃ ১২:০৩:১৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৪ সেপ্টেম্বর ২০২৫
- / ১৭ বার পড়া হয়েছে
বাংলাদেশ ও নেদারল্যান্ডসের তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের শেষ ম্যাচ বৃষ্টির কারণে পরিত্যক্ত ঘোষণা করা হয়েছে।
ম্যাচটি শুরু হয় বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টায়। টস হেরে আগে ব্যাটিংয়ে নেমে বাংলাদেশের ওপেনার লিটন কুমার দাস ও সাইফ হাসান দারুণ শুরু করেন।
প্রথম ৩ ওভারে কোনো উইকেট হারানো ছাড়াই দল ৩৯ রান সংগ্রহ করে। তবে সাইফ ৮ বল খেলে ১২ রানে আউট হন।
লিটন দাস একাই দলের ব্যাটিংয়ে নেতৃত্ব দেন। ২৭ বলেই ফিফটি পূর্ণ করে লিটন আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে বাংলাদেশের হয়ে সবচেয়ে বেশি ১৪টি ফিফটি করার রেকর্ড গড়েন, যা আগে সাকিব আল হাসানের ছিল ১৩টি। আউট হওয়ার আগে ৪৬ বলে তিনি ৭৩ রান করেন, যার মধ্যে ৬ চারের পাশাপাশি ৪টি ছয়ও রয়েছে।
লিটনের সঙ্গে শামীম হোসেন ৪৪ রানের জুটি গড়েন, তবে দলের সংগ্রহ ১২১ রানে পৌঁছানোর পর আবার বৃষ্টি নামে। খেলা থমকে যায় এবং নির্ধারিত সময়ের মধ্যে ম্যাচ পুনরায় শুরু না হওয়ায় শেষ পর্যন্ত ম্যাচটি পরিত্যক্ত ঘোষণা করা হয়।
এর আগে সিরিজের প্রথম দুই ম্যাচে বাংলাদেশ যথাক্রমে নেদারল্যান্ডসকে ৮ ও ৯ উইকেটে হারিয়ে সিরিজ নিশ্চিত করেছিল।