বৃষ্টিবিঘ্নিত ম্যাচে অস্ট্রেলিয়ার কাছে পাত্তাই পেল না ভারত

- আপডেট সময়ঃ ০৬:৪৪:৫৯ অপরাহ্ন, রবিবার, ১৯ অক্টোবর ২০২৫
- / ১৩ বার পড়া হয়েছে
পার্থের আকাশে দফায় দফায় বৃষ্টির বাগড়া, তার মধ্যেই জশ হ্যাজলউড ও মিচেল স্টার্কের আগুনে বোলিংয়ে ছারখার হয়ে গেল ভারত। বৃষ্টিবিঘ্নিত প্রথম ওয়ানডেতে ভারতকে ৭ উইকেটের বড় ব্যবধানে (ডিএলএস মেথডে) হারিয়ে সিরিজে ১-০ তে এগিয়ে গেল অস্ট্রেলিয়া।রোববার (১৯ অক্টোবর) পার্থে অনুষ্ঠিত এই ম্যাচে টস হেরে ব্যাট করতে নেমে শুরু থেকেই অজি পেসারদের তোপের মুখে পড়ে ভারত।
Google Newsদিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
বৃষ্টির কারণে ম্যাচের দৈর্ঘ্য নেমে আসে ২৬ ওভারে। এই সময়ের মধ্যেই ভারতের টপ অর্ডারকে গুঁড়িয়ে দেন স্টার্ক ও হ্যাজলউড।দলে ফেরা রোহিত শর্মা (৮), বিরাট কোহলি (০) এবং অধিনায়কত্বের অভিষেকে শুভমান গিল (১০) কেউই দুই অঙ্কের ঘরে সেভাবে পৌঁছাতে পারেননি। হ্যাজলউড তার ৭ ওভারে মাত্র ২ উইকেট নিলেও ৩৫টি ডট বল দিয়ে ভারতকে বেঁধে ফেলেন।কেএল রাহুল (৩৮) ও অক্ষর প্যাটেলের (২৩] (সামান্য) প্রতিরোধে ভারত ২৬ ওভারে ৯ উইকেট হারিয়ে মাত্র ১৩৬ রানের পুঁজি পায়।
ডিএলএস পদ্ধতিতে অস্ট্রেলিয়ার সামনে নতুন লক্ষ্য দাঁড়ায় ১৩১ রান। সেই লক্ষ্যে ব্যাট করতে নেমে অধিনায়ক মিচেল মার্শের অপরাজিত ৪৬ এবং জশ ফিলিপের দ্রুতগতির ৩৭ রানের ইনিংসে ভর করে অস্ট্রেলিয়া মাত্র ২২ ওভারেই ৩ উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছে যায়।বড় তারকারা দলে ফিরলেও ভারতের এই ব্যাটিং বিপর্যয় ভক্তদের জন্য বড় এক ধাক্কা হয়েই এলো।