ঢাকা, বৃহস্পতিবার, ৩০ অক্টোবর ২০২৫ | ই-পেপার

ব্রাহ্মণবাড়িয়ায় টাইয়ফয়েড টিকাদান কর্মসূচির উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময়ঃ ০৬:২৫:২১ অপরাহ্ন, রবিবার, ১২ অক্টোবর ২০২৫
  • / ৩৩ বার পড়া হয়েছে

শেখ নাদিম, ব্রাক্ষণবাড়িয়া: সারাদেশের ন্যায় রোববার ব্রাহ্মণবাড়িয়া বিনামূল্যে টাইফয়েড টিকাদান কর্মসূচীর উদ্বোধন করা হয়েছে। রোববার সকাল ৯টায় শহরের নিয়াজ মুহম্মদ উচ্চ বিদ্যালয়ে আনুষ্ঠানিকভাবে এই টিকাদান কর্মসূচীর উদ্বোধন করেন সিভিল সার্জন ডাঃ মোঃ নোমান মিয়া।

এ সময় উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগ, ব্রাহ্মণবাড়িয়ার উপ-পরিচালক শংকর কুমার বিশ্বাস, সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোস্তাফিজুর রহমান, সিভিল সার্জন অফিসের এস.আই.এম.ও ডাঃ সুবল চন্দ্র সাহা, হেলথ সুপারিন্টেন্ড মোঃ মনিরুল ইসলাম প্রমুখ।

কর্মসূচীর প্রথম পর্যায়ে জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ১৫ বছরের কম বয়সী শিক্ষার্থীদেরকে টিকা দেয়া হচ্ছে। পরে পর্যায়ক্রমে টিকাদান কেন্দ্রগুলোর মাধ্যমে টিকা দেয়া হবে।

সিভিল সার্জন ডাঃ মোঃ নোমান মিয়া জানান, “টাইফয়েড একটি প্রতিরোধযোগ্য রোগ। সকল শিশুকে টিকার আওতায় আনতে সবাইকে এগিয়ে আসতে হবে। দেশব্যাপী কর্মসূচীর অংশ হিসেবে জেলায় টাইফয়েড টিকাদান কর্মসূচীর উদ্বোধন করা হয়েছে। এই কর্মসূচীর আওতায় জেলায় ৯ মাস থেকে ১৫ বছরের কম বয়সী প্রাক-প্রাথমিক থেকে নবম শ্রেণি পর্যন্ত সব শিক্ষার্থীকে বিনামূল্যে এক ডোজ টাইফয়েড টিকা প্রদান করা হবে। যা টানা ১৮ দিন চলবে। প্রথম ১০ দিন শিক্ষা প্রতিষ্ঠানে এবং পরবর্তী ৮ দিন স্থায়ী ও অস্থায়ী টিকাদান কেন্দ্রে টিকা প্রদান করা হবে। কেউ যাতে টিকাদান থেকে বাদ না যায় সে জন্য জন্মসনদ নেই এমন শিশুরাও টিকা পাবে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

ব্রাহ্মণবাড়িয়ায় টাইয়ফয়েড টিকাদান কর্মসূচির উদ্বোধন

আপডেট সময়ঃ ০৬:২৫:২১ অপরাহ্ন, রবিবার, ১২ অক্টোবর ২০২৫

শেখ নাদিম, ব্রাক্ষণবাড়িয়া: সারাদেশের ন্যায় রোববার ব্রাহ্মণবাড়িয়া বিনামূল্যে টাইফয়েড টিকাদান কর্মসূচীর উদ্বোধন করা হয়েছে। রোববার সকাল ৯টায় শহরের নিয়াজ মুহম্মদ উচ্চ বিদ্যালয়ে আনুষ্ঠানিকভাবে এই টিকাদান কর্মসূচীর উদ্বোধন করেন সিভিল সার্জন ডাঃ মোঃ নোমান মিয়া।

এ সময় উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগ, ব্রাহ্মণবাড়িয়ার উপ-পরিচালক শংকর কুমার বিশ্বাস, সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোস্তাফিজুর রহমান, সিভিল সার্জন অফিসের এস.আই.এম.ও ডাঃ সুবল চন্দ্র সাহা, হেলথ সুপারিন্টেন্ড মোঃ মনিরুল ইসলাম প্রমুখ।

কর্মসূচীর প্রথম পর্যায়ে জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ১৫ বছরের কম বয়সী শিক্ষার্থীদেরকে টিকা দেয়া হচ্ছে। পরে পর্যায়ক্রমে টিকাদান কেন্দ্রগুলোর মাধ্যমে টিকা দেয়া হবে।

সিভিল সার্জন ডাঃ মোঃ নোমান মিয়া জানান, “টাইফয়েড একটি প্রতিরোধযোগ্য রোগ। সকল শিশুকে টিকার আওতায় আনতে সবাইকে এগিয়ে আসতে হবে। দেশব্যাপী কর্মসূচীর অংশ হিসেবে জেলায় টাইফয়েড টিকাদান কর্মসূচীর উদ্বোধন করা হয়েছে। এই কর্মসূচীর আওতায় জেলায় ৯ মাস থেকে ১৫ বছরের কম বয়সী প্রাক-প্রাথমিক থেকে নবম শ্রেণি পর্যন্ত সব শিক্ষার্থীকে বিনামূল্যে এক ডোজ টাইফয়েড টিকা প্রদান করা হবে। যা টানা ১৮ দিন চলবে। প্রথম ১০ দিন শিক্ষা প্রতিষ্ঠানে এবং পরবর্তী ৮ দিন স্থায়ী ও অস্থায়ী টিকাদান কেন্দ্রে টিকা প্রদান করা হবে। কেউ যাতে টিকাদান থেকে বাদ না যায় সে জন্য জন্মসনদ নেই এমন শিশুরাও টিকা পাবে।