ব্রাহ্মণবাড়িয়ায় সিমনা-ব্রাহ্মণবাড়িয়া সড়ক পরিদর্শন করলেন চট্টগ্রামের বিভাগীয় কমিশনার।

- আপডেট সময়ঃ ০৯:০৬:৫৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর ২০২৫
- / ২১ বার পড়া হয়েছে
শেখ নাদিম, ব্রাক্ষণবাড়িয়া প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ায় সিমনা-ব্রাহ্মণবাড়িয়া সড়ক পরিদর্শনকালে চট্টগ্রামের বিভাগীয় কমিশনার
বালু লুট করছে এর মাধ্যমে তারা দেশকে বিপদাপন্ন করছে এবং আমাদের জনগণকে বিপদের দিকে ঠেলে দিচ্ছে.
চট্টগ্রামের বিভাগীয় কমিশনার ড. মোঃ জিয়াউদ্দীন বলেন, বালু মহাল রক্ষাসহ পরিবেশের ভারসাম্য রক্ষার জন্য আমরা সর্বোচ্চ প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি। এ বিষয়ে প্রচুর মোবাইল কোর্ট পরিচালনা করা হচ্ছে। জব্দ করা হচ্ছে বিভিন্ন যন্ত্র-সামগ্রী। জেল-জরিমানা করা হচ্ছে।
তিনি মঙ্গলবার বেলা সাড়ে ১১ টার দিকে ব্রাহ্মণবাড়িয়া জেলা সদরের সাথে বিজয়নগর উপজেলার সরাসরি সংযোগ সড়ক সিমনা-ব্রাহ্মণবাড়িয়া সড়কের ৯ কিলোমিটারের উভয়পাশে লাগানো বৃক্ষরোপণ কর্মসূচী পরিদর্শন কালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন।
এ সময় বিভাগীয় কমিশনার জিয়াউদ্দীন আরো বলেন, দীর্ঘদিনের অনিয়মের কারণে দুর্বৃত্তরা সমাজে যেভাবে প্রতিষ্ঠা লাভ করেছে, তারা পরিবেশের যেভাবে ক্ষতি করছে, বালু লুট করছে এর মাধ্যমে তারা দেশকে বিপদাপন্ন করছে এবং আমাদের জনগণকে বিপদের দিকে ঠেলে দিচ্ছে। আমরা বালু সন্ত্রাসীদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছি। আমাদের এই অবস্থান অব্যাহত থাকবে। আমরা বাংলাদেশকে সুন্দর করে রাখবো।
সিমনা-ব্রাহ্মণবাড়িয়া সড়কের বৃক্ষরোপন প্রসঙ্গে তিনি বলেন, গাছগুলো বড় হলে এই অঞ্চলের মানুষের গর্ব করার বিষয় হবে। এতে করে এখানকার ভূমি অধিকার রক্ষা হবে। তেমনি ভাবে এটি সৌন্দর্য্য রক্ষার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
এ সময় জেলা প্রশাসক মোহাম্মদ দিদারুল আলম, স্থানীয় সরকার বিভাগ, ব্রাহ্মণবাড়িয়ার উপ-পরিচালক শংকর কুমার বিশ্বাস, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) জেসমিন সুলতানা, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মাহমুদা আক্তার, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সিফাত মোঃ ইশতিয়াক ভূইয়া, বিজয়নগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাধনা চাকমাসহ প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।