ঢাকা, মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর ২০২৫ | ই-পেপার

ব্লগার অনন্ত হত্যা মামলায় মৃত্যুদন্ডপ্রাপ্তদের ডেথ রেফারেন্স হাইকোর্টে

দৈনিক আইন বার্তা
  • আপডেট সময়ঃ ০৯:২৫:০৮ অপরাহ্ন, শনিবার, ৭ মে ২০২২
  • / ১৯৯ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক :
২০১৫ সালে সিলেটের বিজ্ঞান লেখক ও ব্লগার অনন্ত বিজয় দাশ হত্যা মামলায় ফাঁসির চার আসামির মৃত্যুদ- অনুমোদনের জন্য ডেথ রেফারেন্স ও মামলার যাবতীয় নথি হাইকোর্টে এসে পৌঁছেছে। আজ শনিবার সুপ্রিম কোর্টের মুখপাত্র মুহাম্মদ সাইফুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। প্রসঙ্গত, সিলেট নগরের সুবিদবাজারে নূরানী আবাসিক এলাকার ২০১৫ সালের ১২ মে বাসার সামনে খুন হন ব্লগার অনন্ত বিজয় দাশ। পেশায় ব্যাংকার অনন্ত বিজ্ঞান নিয়ে লেখালেখির পাশাপাশি ‘যুক্তি’ নামে বিজ্ঞানবিষয়ক একটি পত্রিকা সম্পাদনা করতেন। একইসঙ্গে তিনি স্থানীয় গণজাগরণ মঞ্চেরও সংগঠক ছিলেন। হত্যার পর দিন ২০১৫ সালের ১৩ মে তার বড় ভাই রতেœশ্বর দাশ বাদী হয়ে সিলেট বিমানবন্দর থানায় অজ্ঞাতনামা চার জনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন। ওই মামলার বিচার শেষে গত ৩০ মার্চ অনন্ত বিজয় দাশকে হত্যার দায়ে চার জনকে মৃত্যুদ-াদেশ দিয়ে রায় ঘোষণা করেন সিলেটের সন্ত্রাসবিরোধী ট্রাইব্যুনালের বিচারক নুরুল আমীন বিপ্লব। একইসঙ্গে আদালত প্রত্যেক আসামিকে ২০ হাজার টাকা করে অর্থদ- প্রদান করেন। তবে অভিযোগ প্রমাণিত না হওয়ায় খালাস পান বিতর্কিত ব্লগার শফিউর রহমান ফারাবী। মৃত্যুদ-প্রাপ্তরা হলোÑ সিলেটের কানাইঘাট উপজেলার আবুল হোসেন (২৫), খালপাড় তালবাড়ির ফয়সাল আহমদ (২৭), সুনামগঞ্জের তাহিরপুরের বিরেন্দ্রনগরের (বাগলী) মামুনুর রশীদ (২৫) ও কানাইঘাটের ফালজুর গ্রামের আবুল খায়ের রশীদ আহমদ (২৫)। এরপর নিয়ম অনুসারে আসামিদের মৃত্যুদ- অনুমোদনের জন্য ডেথ রেফারেন্স ও মামলার যাবতীয় নথি হাইকোর্টে এসে পৌঁছায়।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

ব্লগার অনন্ত হত্যা মামলায় মৃত্যুদন্ডপ্রাপ্তদের ডেথ রেফারেন্স হাইকোর্টে

আপডেট সময়ঃ ০৯:২৫:০৮ অপরাহ্ন, শনিবার, ৭ মে ২০২২

নিজস্ব প্রতিবেদক :
২০১৫ সালে সিলেটের বিজ্ঞান লেখক ও ব্লগার অনন্ত বিজয় দাশ হত্যা মামলায় ফাঁসির চার আসামির মৃত্যুদ- অনুমোদনের জন্য ডেথ রেফারেন্স ও মামলার যাবতীয় নথি হাইকোর্টে এসে পৌঁছেছে। আজ শনিবার সুপ্রিম কোর্টের মুখপাত্র মুহাম্মদ সাইফুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। প্রসঙ্গত, সিলেট নগরের সুবিদবাজারে নূরানী আবাসিক এলাকার ২০১৫ সালের ১২ মে বাসার সামনে খুন হন ব্লগার অনন্ত বিজয় দাশ। পেশায় ব্যাংকার অনন্ত বিজ্ঞান নিয়ে লেখালেখির পাশাপাশি ‘যুক্তি’ নামে বিজ্ঞানবিষয়ক একটি পত্রিকা সম্পাদনা করতেন। একইসঙ্গে তিনি স্থানীয় গণজাগরণ মঞ্চেরও সংগঠক ছিলেন। হত্যার পর দিন ২০১৫ সালের ১৩ মে তার বড় ভাই রতেœশ্বর দাশ বাদী হয়ে সিলেট বিমানবন্দর থানায় অজ্ঞাতনামা চার জনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন। ওই মামলার বিচার শেষে গত ৩০ মার্চ অনন্ত বিজয় দাশকে হত্যার দায়ে চার জনকে মৃত্যুদ-াদেশ দিয়ে রায় ঘোষণা করেন সিলেটের সন্ত্রাসবিরোধী ট্রাইব্যুনালের বিচারক নুরুল আমীন বিপ্লব। একইসঙ্গে আদালত প্রত্যেক আসামিকে ২০ হাজার টাকা করে অর্থদ- প্রদান করেন। তবে অভিযোগ প্রমাণিত না হওয়ায় খালাস পান বিতর্কিত ব্লগার শফিউর রহমান ফারাবী। মৃত্যুদ-প্রাপ্তরা হলোÑ সিলেটের কানাইঘাট উপজেলার আবুল হোসেন (২৫), খালপাড় তালবাড়ির ফয়সাল আহমদ (২৭), সুনামগঞ্জের তাহিরপুরের বিরেন্দ্রনগরের (বাগলী) মামুনুর রশীদ (২৫) ও কানাইঘাটের ফালজুর গ্রামের আবুল খায়ের রশীদ আহমদ (২৫)। এরপর নিয়ম অনুসারে আসামিদের মৃত্যুদ- অনুমোদনের জন্য ডেথ রেফারেন্স ও মামলার যাবতীয় নথি হাইকোর্টে এসে পৌঁছায়।