ঢাকা, সোমবার, ০১ সেপ্টেম্বর ২০২৫ | ই-পেপার

ভিসা জালিয়াতি ঠেকাতে কঠোর বার্তা দিলো ঢাকার মার্কিন দূতাবাস

অনলাইন ডেস্ক
  • আপডেট সময়ঃ ০২:১৬:৪৭ অপরাহ্ন, সোমবার, ১ সেপ্টেম্বর ২০২৫
  • / ২৩ বার পড়া হয়েছে

ভিসা জালিয়াতিতে জড়িতদের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে যুক্তরাষ্ট্র। ঢাকায় মার্কিন দূতাবাস স্পষ্ট জানিয়ে দিয়েছে- যে কেউ ভিসা জালিয়াতির সঙ্গে যুক্ত থাকবেন, তাদের আজীবনের জন্য যুক্তরাষ্ট্রে প্রবেশ নিষিদ্ধ করা হবে।

সোমবার (১ সেপ্টেম্বর) সকালে দূতাবাসের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ সতর্কবার্তা প্রকাশ করা হয়।

পোস্টে বলা হয়, যুক্তরাষ্ট্র সরকার বিভিন্ন সংস্থার যৌথ উদ্যোগে ভিসা জালিয়াতি রোধ এবং অবৈধ অভিবাসন নিয়ন্ত্রণে কাজ করছে। এ ধরনের অপরাধে জড়িতদের শুধু প্রবেশ নিষিদ্ধ নয়, তাদের বিরুদ্ধে ফৌজদারি মামলাও দায়ের করা হবে।

বার্তায় আরও উল্লেখ করা হয়, কোনো দেশের সীমান্ত যদি সুরক্ষিত না থাকে, তাহলে সেটি জাতি হিসেবে টিকে থাকতে পারে না। আর তাই যারা ভিসা জালিয়াতি করে বা অবৈধ অভিবাসীদের যুক্তরাষ্ট্রে প্রবেশে সহায়তা করে, তাদের কঠোর শাস্তির আওতায় আনা হবে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

ভিসা জালিয়াতি ঠেকাতে কঠোর বার্তা দিলো ঢাকার মার্কিন দূতাবাস

আপডেট সময়ঃ ০২:১৬:৪৭ অপরাহ্ন, সোমবার, ১ সেপ্টেম্বর ২০২৫

ভিসা জালিয়াতিতে জড়িতদের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে যুক্তরাষ্ট্র। ঢাকায় মার্কিন দূতাবাস স্পষ্ট জানিয়ে দিয়েছে- যে কেউ ভিসা জালিয়াতির সঙ্গে যুক্ত থাকবেন, তাদের আজীবনের জন্য যুক্তরাষ্ট্রে প্রবেশ নিষিদ্ধ করা হবে।

সোমবার (১ সেপ্টেম্বর) সকালে দূতাবাসের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ সতর্কবার্তা প্রকাশ করা হয়।

পোস্টে বলা হয়, যুক্তরাষ্ট্র সরকার বিভিন্ন সংস্থার যৌথ উদ্যোগে ভিসা জালিয়াতি রোধ এবং অবৈধ অভিবাসন নিয়ন্ত্রণে কাজ করছে। এ ধরনের অপরাধে জড়িতদের শুধু প্রবেশ নিষিদ্ধ নয়, তাদের বিরুদ্ধে ফৌজদারি মামলাও দায়ের করা হবে।

বার্তায় আরও উল্লেখ করা হয়, কোনো দেশের সীমান্ত যদি সুরক্ষিত না থাকে, তাহলে সেটি জাতি হিসেবে টিকে থাকতে পারে না। আর তাই যারা ভিসা জালিয়াতি করে বা অবৈধ অভিবাসীদের যুক্তরাষ্ট্রে প্রবেশে সহায়তা করে, তাদের কঠোর শাস্তির আওতায় আনা হবে।