ভিয়েতনামের কাছে ২-০ গোলে হেরে এশিয়ান কাপ বাছাই শুরু বাংলাদেশের

- আপডেট সময়ঃ ০৮:১৯:৪২ অপরাহ্ন, বুধবার, ৩ সেপ্টেম্বর ২০২৫
- / ১৫ বার পড়া হয়েছে
শুরু থেকে একের পর এক আক্রমণ, গতি আর দারুণ সব স্কিলে বাংলাদেশের রক্ষণে চাপ ধরে রাখল ভিয়েতনাম। তবে গোলবারের সামনে দুর্দান্ত মেহেদী হাসান শ্রাবণ। প্রতিপক্ষের মুহুর্মুহু আক্রমণের গোলা সামলে করলেন একাধিক সেভ। তবু শেষ হাসি হাসতে পারলেন না তিনি। হেরেই এএফসি মিশন শুরু করল সাইফুল বারী টিটুর দল।
ভিয়েতনামের ভিয়েত ট্রাই স্টেডিয়ামে বুধবার সন্ধ্যায় এএফসি অনূর্ধ্ব-২৩ এশিয়ান কাপ বাছাইপর্বের ম্যাচে স্বাগতিকদের বিপক্ষে ০-২ গোলে হেরেছে বাংলাদেশ।
দুটি গোল হয় খেলার দুই অর্ধে। ১৫ মিনিটের গোলে লিড নেওয়ার পর ৮৩ মিনিটে জয়ের ব্যবধান দ্বিগুণ করেন ভিয়েতনামের বদলি খেলোয়াড় লে ভিক্টর। শ্রাবণ বীরত্বের কারণেই এই ম্যাচে হারের ব্যবধানটা খুব বেশি হয়নি।
খেলার ষষ্ঠ মিনিটে এনগুয়েন দিনহের ক্রস থেকে বিপদ হওয়ার আগে বক্সের সামনে ক্লিয়ার করেন জাহিদ হোসেন শান্ত। দুই মিনিট পর ভিয়েতনামের আরও একটি আক্রমণ প্রতিহত হয় বাংলাদেশের রক্ষণে। ১০ মিনিটে এনগুয়েন ফি হোয়াঙয়ের গতিময় নিচু শট ফিরে আসে পোস্টে লেগে।
১৫ মিনিটে পিছিয়ে পড়ে বাংলাদেশ। ভিয়েতনামের ফরোয়ার্ড এনগুয়েন এনগকের ডান পায়ের শট চেয়ে চেয়ে দেখা ছাড়া কিছুই করার ছিল না শ্রাবণের।
এক গোলে এগিয়ে যাওয়ার পর বারবার প্রতিপক্ষ দল বাংলাদেশের রক্ষণের পরীক্ষা নেয়। এসময় রক্ষণ সামলাতেই হিমশিম খেতে হয় রিমন, শান্ত, শাকিল তপুদের। ৩০ মিনিটে ডিফেন্ডার এনগুয়েন হিউন মিনহোর হেড বেরিয়ে যায় বার ঘেঁষে।
৩৫ মিনিটে শেখ মোরছালিনের ফ্রি কিক থেকে নিচু শট অনায়েসেই তালুবন্দি করেন ভিয়েতনামের গোলরক্ষক ত্রান ত্রুং কিয়েন। ৪১ মিনিটে ভালো সুযোগ পেয়েও কাজে লাগাতে পারেননি বাংলাদেশের ফরোয়ার্ড আল আমিন। বাম প্রান্ত দিয়ে বক্সে ঢুকে সোজা মারেন গোলরক্ষক বরাবর। ডান দিক দিয়ে ঢুকে পড়া আরমান ফয়সাল আকাশকে ক্রস দিলেও তিনি অরক্ষিত পোস্টের সুযোগ নিতে পারতেন।
প্রথমার্ধের যোগ করা সময়ে প্রথম মিনিটে ভিয়েতনামের এনগুয়েন এনককের ক্রস থান এনথানের কাছে পৌঁছানোর আগেই ক্লিয়ার কারেন শান্ত। গোলরক্ষক শ্রাবণ বল ধরতে গিয়ে আগেই পড়ে যান মাটিতে। শেষ পর্যন্ত ১-০ গোলে পিছিয়ে থেকে বিরতিতে যায় টিুটর শিষ্যরা।
দ্বিতীয়ার্ধের শুরুতে বল পজেশন ধরে রেখে তুলনামূলক গোছানো ফুটবল খেলে বাংলাদেশ। তবে বেশ কয়েকবার বাংলাদেশের রক্ষণে হানা দেয় স্বাগতিকরা। সেট পিস থেকে সুযোগও তৈরি করে। যদিও বাংলাদেশের রক্ষণ দেয়াল টপকাতে পারেনি তারা।
তবে প্রথমার্ধের মতো দারুণ ছন্দ পেতে বেশি সময় নেয়নি ভিয়েতনাম। বিশেষ করে শেষ ২০ থেকে ২৫ মিনিট অতি আক্রমণাত্মক ছিল স্বাগতিক দলের ফুটবলাররা।
খেলার ৫৯ মিনিটে জুয়ান বাকের ভলি একটুর জন্য খুজে পায়নি জালের দেখা। চার মিনিট পর বক্সের সামনে থেকে এই মিডফিল্ডারের আরেকটি নীচু শট বা দিকে ঝাঁপিয়ে কর্নারের বিনিময়ে ক্লিয়ার করেন গোলরক্ষক শ্রাবণ। এরপর কর্নার থেকে দলকে বাঁচান বাংলাদেশি ডিফেন্ডার রিমন হোসেন।
৭৫ মিনিটে আরও একবার ত্রাণকর্তা শ্রাবণ। বক্সের সামনে থেকে বদলি খেলোয়াড় লি ভিক্টরের শট ডানদিকে ঝাঁপিয়ে ঠেকান শ্রাবণ।
পরের মিনিটে বসুন্ধরা কিংসের গোলরক্ষকের আরেকটি দারুণ সেভের পর ভিয়েতনামের মিডফিল্ডার ভিক্টরের ফিরতি শট লাগে পোস্টে। এই যাত্রায় শ্রাবণ লাফিয়ে বল ধরার চেষ্টা করেও নাগাল পাননি।
এই সময়ে একের পর এক আক্রমণে বাংলাদেশকে ভড়কে দেয় স্বাগতিকরা। ৮২ মিনিটে ম্যাচের সেরা সেভটাই করেন শ্রাবণ।
কিন্তু পরের মিনিটে আর কিছুই করার ছিল না এই ম্যাচে দুর্দান্ত খেলা শ্রাবণের। সেট পিস থেকে লিড দ্বিগুণ করেন সেই ভিক্টরই। কুয়োক ভিয়েতের কর্নার থেকে প্রথমে হেড নেন ফাম লি ডুক, গোলমুখের সামনে বল ড্রপ করে ওঠার সঙ্গে সঙ্গে দৌরে এসে দ্বিতীয় হেডে জালে বল জড়ান ভিক্টর। শেষ পর্যন্ত ২-০ গোলের লিড ধরে রেখে মাঠ ছাড়ে ভিয়েতনাম।
‘সি’ গ্রুপের অপর ম্যাচে সিঙ্গাপুরকে ২-১ ব্যবধানে হারায় ইয়েমেন। বাংলাদেশের পরের ম্যাচ আগামী ৬ সেপ্টেম্বর ইয়েমেনের বিপক্ষে।