মর্মান্তিক দুর্ঘটনায় জনপ্রিয় কণ্ঠশিল্পী জুবিন গর্গ মারা গেছেন

অনলাইন ডেস্ক
- আপডেট সময়ঃ ০৪:৪৫:৩১ অপরাহ্ন, শুক্রবার, ১৯ সেপ্টেম্বর ২০২৫
- / ২৪ বার পড়া হয়েছে
জনপ্রিয় ভারতীয় সংগীতশিল্পী জুবিন গর্গ আর নেই। শুক্রবার (১৯ সেপ্টেম্বর) সকালে সিঙ্গাপুরে স্কুবা ডাইভিং করার সময় একটি আকস্মিক দুর্ঘটনায় তার মৃত্যু হয়। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫২ বছর।
একটি উত্তর-পূর্ব উৎসবে যোগ দিতে জুবিন গর্গ সিঙ্গাপুরে গিয়েছিলেন। সেখানেই স্কুবা ডাইভিংয়ের সময় তিনি দুর্ঘটনার শিকার হন। দ্রুত তাকে উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হলেও শেষ পর্যন্ত তাকে বাঁচানো সম্ভব হয়নি।
সেখানেই আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু ঘটে। আজ তার মঞ্চে গান গাওয়ার কথা ছিল, কিন্তু তার আগেই ঘটে গেল এই মর্মান্তিক ঘটনা।
তার এই আকস্মিক মৃত্যুতে ভারতীয় সংগীত জগতে নেমে এসেছে গভীর শোকের ছায়া। তার শিল্পী-সহকর্মী থেকে শুরু করে ভক্তরা সবাই গভীরভাবে শোকাহত।
ট্যাগস :