ঢাকা, বুধবার, ১৭ সেপ্টেম্বর ২০২৫ | ই-পেপার

মানুষের ভালোবাসায় সিক্ত ফজলে রাব্বী মিয়া: প্রধান বিচারপতি

দৈনিক আইন বার্তা
  • আপডেট সময়ঃ ০৭:৩৬:৩৮ অপরাহ্ন, সোমবার, ২৫ জুলাই ২০২২
  • / ৩২১ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক :
দেশের প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী বলেছেন, আমরা আমরা আজ এমন একজনের জন্য একত্র হয়েছি, যাকে মানুষ ভালোবেসে, জনগণ নির্বাচিত করে বাংলাদেশের জাতীয় সংসদে পাঠিয়েছিলেন। আজও মানুষের ভালোবাসায় সিক্ত হয়েছেন তিনি। আজ সোমবার জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ও গাইবান্ধা-৫ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মো. ফজলে রাব্বী মিয়ার জানাজার আগে জাতীয় ঈদ গা মাঠে এসব কথা বলেন তিনি। প্রধান বিচারপতি বলেন, প্রায় ১৪ থেকে ১৫ বছর আমরা একসঙ্গে কাজ করেছি। আজকে আমি আপনাদের সবার কাছে বলবো, আপনারা ওনার জন্যে দোয়া করবেন। তিনি বলেন, আমি ব্যক্তিগতভাবে সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের ৩৪২ নম্বর রুমে ফজলে রাব্বী মিয়ার সঙ্গে বসেছি। এমন ভালো মানুষ আর দেখিনি। আল্লাহ ওনাকে জান্নাতবাসী করুক। ওনার পরিবারবর্গ ও আত্মীয়স্বজন সবাইকে ধৈর্য ধরার তৌফিক দান করুন।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

মানুষের ভালোবাসায় সিক্ত ফজলে রাব্বী মিয়া: প্রধান বিচারপতি

আপডেট সময়ঃ ০৭:৩৬:৩৮ অপরাহ্ন, সোমবার, ২৫ জুলাই ২০২২

নিজস্ব প্রতিবেদক :
দেশের প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী বলেছেন, আমরা আমরা আজ এমন একজনের জন্য একত্র হয়েছি, যাকে মানুষ ভালোবেসে, জনগণ নির্বাচিত করে বাংলাদেশের জাতীয় সংসদে পাঠিয়েছিলেন। আজও মানুষের ভালোবাসায় সিক্ত হয়েছেন তিনি। আজ সোমবার জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ও গাইবান্ধা-৫ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মো. ফজলে রাব্বী মিয়ার জানাজার আগে জাতীয় ঈদ গা মাঠে এসব কথা বলেন তিনি। প্রধান বিচারপতি বলেন, প্রায় ১৪ থেকে ১৫ বছর আমরা একসঙ্গে কাজ করেছি। আজকে আমি আপনাদের সবার কাছে বলবো, আপনারা ওনার জন্যে দোয়া করবেন। তিনি বলেন, আমি ব্যক্তিগতভাবে সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের ৩৪২ নম্বর রুমে ফজলে রাব্বী মিয়ার সঙ্গে বসেছি। এমন ভালো মানুষ আর দেখিনি। আল্লাহ ওনাকে জান্নাতবাসী করুক। ওনার পরিবারবর্গ ও আত্মীয়স্বজন সবাইকে ধৈর্য ধরার তৌফিক দান করুন।