মার্কিন দলের সঙ্গে আর্থিক সংস্কার নিয়ে আলোচনা হয়েছে: অর্থ উপদেষ্টা

- আপডেট সময়ঃ ০৮:০৪:০১ অপরাহ্ন, রবিবার, ১৫ সেপ্টেম্বর ২০২৪
- / ৯৯ বার পড়া হয়েছে
নিজস্ব প্রতিবেদক:
ঢাকায় সফররত মার্কিন প্রতিনিধিদলের সঙ্গে আর্থিক সংস্কার ও বাণিজ্য সহযোগিতা নিয়ে আলোচনা করেছেন অর্থ উপদেষ্টা ড. সালেহ উদ্দিন আহমেদ। আজ রোববার রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় বৈঠকের পর উপদেষ্টা জানান, আজ (গতকাল রোববার) মার্কিন ট্রেজারি ডিপার্টমেন্ট ও ইউএমএআইডির সঙ্গে আমাদের বৈঠক হয়েছে। তাদের সঙ্গে বিশেষ করে আর্থিক সংস্কার ও আর্থিক খাতে যে সহযোগিতা দরকার সেটি নিয়ে কথা হয়েছে। দ্বিতীয়ত, বাণিজ্য সহযোগিতা। পাচার হওয়া অর্থ ফেরতে সহযোগিতা চেয়েছেন কিনা জানতে চাইলে তিনি বলেন, এগুলো সব আলাপ হয়েছে। আমরা পরে বিস্তারিত আলোচনা করবো। কর সংস্কারের বিষয়ে আলোচনা হয়েছে কিনা জানতে চাইলে অর্থ উপদেষ্টা বলেন, সব আলাপ হয়েছে। উল্লেখ্য, যুক্তরাষ্ট্রের ট্রেজারি ডিপার্টমেন্টের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ব্রেন্ট নেইমানের নেতৃত্বে প্রতিনিধিদল গত শনিবার ঢাকায় এসেছে।