মির্জা ফখরুলের বক্তব্য অসত্য, প্রমাণ দেওয়ার আহ্বান জামায়াতের

- আপডেট সময়ঃ ০৭:৪২:৩০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর ২০২৫
- / ১৬ বার পড়া হয়েছে
জামায়াতে ইসলামী বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সাম্প্রতিক বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে। সম্প্রতি ভারতের গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে মির্জা ফখরুল জামায়াতকে নিয়ে ‘অসত্য ও প্রতিহিংসাপরায়ণ’ মন্তব্য করেছেন বলে অভিযোগ করেছে দলটি।
সোমবার (২২ সেপ্টেম্বর, ২০২৫) এক বিবৃতিতে জামায়াতের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেন, “যদি এ বক্তব্য মির্জা ফখরুল ইসলাম আলমগীরের হয়ে থাকে, তাহলে বাংলাদেশ জামায়াতে ইসলামী কার কাছে এই আসনগুলো দাবি করেছে, তার প্রমাণ জাতির কাছে উপস্থাপন করার জন্য আমরা দ্ব্যর্থহীন কণ্ঠে আহ্বান জানাচ্ছি।” প্রমাণ দিতে ব্যর্থ হলে জনসমক্ষে দুঃখ প্রকাশ করতে হবে বলেও তিনি উল্লেখ করেন।
গোলাম পরওয়ার আরও বলেন, জামায়াত কারো কাছে আসন চাওয়ার রাজনীতির সঙ্গে জড়িত নয় এবং দল নিজস্ব নেতৃত্বের অধীনে পরিচালিত হয়। তিনি ফখরুলের ব্যবহৃত ভাষাকে ‘তাচ্ছিল্যপূর্ণ’ আখ্যা দেন।
এদিকে, বিএনপির মিডিয়া সেল থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে দাবি করা হয়েছে, ভারতের দৈনিক ‘এই সময়’-এ প্রকাশিত মির্জা ফখরুলের সাক্ষাৎকারটি ‘ভুলভাবে উপস্থাপিত’ হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, ফখরুল ইসলাম আলমগীর স্পষ্টভাবে জানিয়েছেন যে, তিনি এ ধরনের কোনো বক্তব্য দেননি।