ঢাকা, মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫ | ই-পেপার

মুশফিকের শততম টেস্ট খেলা নিয়ে তামিমের আবেগঘন বার্তা

ক্রীড়া ডেস্ক
  • আপডেট সময়ঃ ০৪:৫৯:০৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫
  • / ১৫ বার পড়া হয়েছে

ইতিহাসের সামনে দাঁড়িয়ে মুশফিকুর রহিম। আগামীকাল মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টেস্টে মাঠে নামছে বাংলাদেশ। সবকিছু স্বাভাবিক থাকলে এই ম্যাচই হয়ে উঠবে দেশের ইতিহাসে কোনো ক্রিকেটারের প্রথম শততম টেস্ট—যা স্পর্শ করবেন উইকেটরক্ষক-ব্যাটার মুশফিক।

এই মাইলফলকের আগেই দীর্ঘদিনের সতীর্থকে ঘিরে আবেগঘন বার্তা দিয়েছেন তামিম ইকবাল। নিজের ভেরিফাইড ফেসবুক পেজে মুশফিকের একটি ছবি পোস্ট করে তামিম লেখেন, ‘তোকে নিয়ে বলার আছে অনেক কিছুই। সেই ছেলেবেলা থেকে একসঙ্গে খেলছি, বয়সভিত্তিক ক্রিকেটে, বিভিন্ন পর্যায়ে, রুমমেট ছিলাম অনেকবার। কাছ থেকে দেখেছি তোকে। কোনো এক সময় কোন এক উপলক্ষে কোনো প্ল্যাটফর্মে নিশ্চয়ই বলব সবকিছু।’

ছেলেবেলা থেকে বয়সভিত্তিক দলে পাশাপাশি খেলার অভিজ্ঞতা রয়েছে তাঁদের। মুশফিকের কঠোর পরিশ্রম, নিবেদন আর শৃঙ্খলা খুব কাছ থেকে দেখেছেন তামিম। দলের নিয়মিত অনুশীলন হোক বা ঐচ্ছিক সেশন—সব জায়গাতেই মুশফিকের ধারাবাহিকতা সবার নজরে পড়েছে বছরের পর বছর।

তাই তাঁর মতে, প্রথম বাংলাদেশি হিসেবে শততম টেস্টের সম্মান পাওয়ার যোগ্যতা মুশফিকই সবচেয়ে বেশি অর্জন করেছেন। তামিম লিখেছেন, ‘আজকের দিনের জন্য শুধু একটিই কথা, বাংলাদেশের প্রথম ক্রিকেটার হিসেবে ১০০ টেস্ট খেলার মাইলফলক তোর চেয়ে বেশি আর কেউ ডিজার্ভ করে না। আশা করি, ভবিষ্যতে এই অর্জনে তোর পাশে নাম লেখাবে আরো অনেকেই। কিন্তু তুই প্রথম, এটা তোরই প্রাপ্য।’

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

মুশফিকের শততম টেস্ট খেলা নিয়ে তামিমের আবেগঘন বার্তা

আপডেট সময়ঃ ০৪:৫৯:০৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫

ইতিহাসের সামনে দাঁড়িয়ে মুশফিকুর রহিম। আগামীকাল মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টেস্টে মাঠে নামছে বাংলাদেশ। সবকিছু স্বাভাবিক থাকলে এই ম্যাচই হয়ে উঠবে দেশের ইতিহাসে কোনো ক্রিকেটারের প্রথম শততম টেস্ট—যা স্পর্শ করবেন উইকেটরক্ষক-ব্যাটার মুশফিক।

এই মাইলফলকের আগেই দীর্ঘদিনের সতীর্থকে ঘিরে আবেগঘন বার্তা দিয়েছেন তামিম ইকবাল। নিজের ভেরিফাইড ফেসবুক পেজে মুশফিকের একটি ছবি পোস্ট করে তামিম লেখেন, ‘তোকে নিয়ে বলার আছে অনেক কিছুই। সেই ছেলেবেলা থেকে একসঙ্গে খেলছি, বয়সভিত্তিক ক্রিকেটে, বিভিন্ন পর্যায়ে, রুমমেট ছিলাম অনেকবার। কাছ থেকে দেখেছি তোকে। কোনো এক সময় কোন এক উপলক্ষে কোনো প্ল্যাটফর্মে নিশ্চয়ই বলব সবকিছু।’

ছেলেবেলা থেকে বয়সভিত্তিক দলে পাশাপাশি খেলার অভিজ্ঞতা রয়েছে তাঁদের। মুশফিকের কঠোর পরিশ্রম, নিবেদন আর শৃঙ্খলা খুব কাছ থেকে দেখেছেন তামিম। দলের নিয়মিত অনুশীলন হোক বা ঐচ্ছিক সেশন—সব জায়গাতেই মুশফিকের ধারাবাহিকতা সবার নজরে পড়েছে বছরের পর বছর।

তাই তাঁর মতে, প্রথম বাংলাদেশি হিসেবে শততম টেস্টের সম্মান পাওয়ার যোগ্যতা মুশফিকই সবচেয়ে বেশি অর্জন করেছেন। তামিম লিখেছেন, ‘আজকের দিনের জন্য শুধু একটিই কথা, বাংলাদেশের প্রথম ক্রিকেটার হিসেবে ১০০ টেস্ট খেলার মাইলফলক তোর চেয়ে বেশি আর কেউ ডিজার্ভ করে না। আশা করি, ভবিষ্যতে এই অর্জনে তোর পাশে নাম লেখাবে আরো অনেকেই। কিন্তু তুই প্রথম, এটা তোরই প্রাপ্য।’