স্পোর্টস ডেস্ক :
নিউজিল্যান্ডে মূল সিরিজের লড়াইয়ে নামার আগে প্রস্তুতিটা বেশ ভালো হলো বাংলাদেশ দলের। দুইদিনের প্রস্তুতি ম্যাচে ব্যাটিং-বোলিং উভয় দিকেই দাপট দেখালো মুমিনুল হকের দল। বৃষ্টিবিঘ্নিত ম্যাচে বোলিংয়ে তাসকিন আহমেদ, আবু জায়েদ রাহীদের পর ব্যাটিং মাহমুদুল হাসান জয়, মুশফিকুর রহিম, লিটন দাসরা পেয়েছেন রানের দেখা। বৃষ্টিতে প্রথম দিন খেলা হয়েছিল মাত্র ২৭.৩ ওভার। যেখানে ৫ উইকেট হারিয়ে ৭১ রান করেছিল নিউজিল্যান্ড একাদশ। আজ আরও ২০.৩ ওভার ব্যাটিং করেছে তারা। যেখানে ৭৫ রান তুলে হারিয়েছে আরও ২ উইকেট। প্রথম দিন বোলিং না করা মেহেদি হাসান মিরাজ আজ ৫ ওভারে ১৪ রান খরচায় নিয়েছেন ২ উইকেট।
পরে দিনের বাকি অংশে বাংলাদেশ ব্যাটিং করেছে ৭৬.৪ ওভার। মুশফিক, জয়, লিটনদের সাবলীল ব্যাটিংয়ে ৮ উইকেট হারিয়ে ২৬৯ রান করেছে মুমিনুল হকের দল। মুশফিক ও জয়ের ব্যাট থেকে এসেছে সমান ৬৬ রান করে। লিটন খেলেছেন ৪১ রানের ইনিংস।
ব্যাটিংয়ের শুরুতেই অবশ্য সাজঘরে ফিরে যান বাঁহাতি ওপেনার সাদমান ইসলাম। জয়ের সঙ্গে দ্বিতীয় উইকেটে ৫০ রানের জুটি গড়ে ব্যক্তিগত ২৭ রানে আউট হন নাজমুল হোসেন শান্ত। অধিনায়ক মুমিনুলের ব্যাট থেকে আসে ৯ রান। এরপর দলীয় একশ পার করিয়ে জয় সাজঘরে ফেরেন ১৩১ বলে ১১ চারের মারে ৬৬ রান করে। লিটন দাস ও মুশফিকুর রহিম মিলে পঞ্চম উইকেটে গড়েন ইনিংস সর্বোচ্চ ৬৪ রানের জুটি। আউট হওয়ার আগে ৭ চার ও ১ ছয়ের মারে ৬৬ রান করেন মুশফিক। লিটনের ৪১ রানের ইনিংসে ছিল ৭টি চারের মার। লেট মিডল অর্ডারে ইয়াসির আলি রাব্বি আউট হন ২১ রান করে। ইনিংসের ৭৭তম ওভারে অষ্টম ব্যাটার হিসেবে তাসকিন আউট হলে দিনের খেলা সমাপ্তি ঘোষণা করা হয়। মেহেদি হাসান মিরাজ ৪২ বলে ২০ রানে অপরাজিত থাকেন। নতুন বছরের প্রথম দিন অর্থাৎ ১ জানুয়ারি দুই ম্যাচ সিরিজের প্রথমটিতে মাঠে নামবে বাংলাদেশ।
সর্বশেষঃ
মুশফিক-জয়ের ফিফটি, লিটনের ব্যাটেও রান
-
দৈনিক আইন বার্তা
- আপডেট সময়ঃ ০২:৪৮:৩৫ অপরাহ্ন, বুধবার, ২৯ ডিসেম্বর ২০২১
- ৩৩২ বার পড়া হয়েছে
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ