ঢাকা, রবিবার, ১৯ অক্টোবর ২০২৫ | ই-পেপার

মৃত্যু ছাড়া কিছু উপদেষ্টার কোনো সেফ এক্সিট নেই: সারজিস

অনলাইন ডেস্ক
  • আপডেট সময়ঃ ০৪:০৮:২০ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ অক্টোবর ২০২৫
  • / ৩৮ বার পড়া হয়েছে

মৃত্যু ছাড়া কোনো সেফ এক্সিট নেই : সারজিস আলম

এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, কিছু উপদেষ্টাদের মধ্যে দায়সারা কর্মকাণ্ড পরিলক্ষিত হচ্ছে। তারা কোনোভাবে একটা দায়সারা দায়িত্ব পালন করে নির্বাচনের মধ্য দিয়ে এক্সিট নিতে পারলেই যেন বেঁচে যান। কিন্তু এত এত শহীদের রক্তের ওপর দাঁড়িয়ে তা কোনোভাবেই হতে দেওয়া হবে না। যারা এ ধরনের চিন্তা করেন, তাদের জন্য পৃথিবীতে মৃত্যু ছাড়া কোনো সেফ এক্সিট নেই।

মঙ্গলবার (৭ অক্টোবর) দুপুরে নওগাঁয় এনসিপির জেলা কমিটির সমন্বয় সভায় এসব কথা বলেন সারজিস আলম।

তিনি আরও বলেন, নির্বাচন কমিশন জাতীয় লীগ নামে একটি দলকে নিবন্ধন দিতে উঠেপড়ে লেগেছে। অথচ টয়লেটের পাশে ছোট্ট একটা ঘর ছাড়া আর কিছুই নেই। যেকোনো রাজনৈতিক দলকে নিবন্ধন দিতে গেলে আগের ক্রাইটেরিয়া মানলে হবে না। অবশ্যই সবকিছু যাচাই-বাছাই করেই এই প্রক্রিয়া সম্পন্ন করতে হবে।

সারজিস বলেন, বাংলাদেশের ভালো মানুষরা সবাই একত্রিত হয়ে একটি রাজনৈতিক দল করতে চাইলে পারে। কিন্তু আওয়ামী লীগের যেকোনো ভার্সন বাংলাদেশে অভ্যুত্থান পরবর্তীতে কোনোভাবেই প্রাসঙ্গিক না। এনসিপি তা কখনোই মেনে নিবে না।

সমন্বয় সভায় জাতীয় নাগরিক পার্টির যুগ্ম আহ্বায়ক ও নওগাঁ জেলা শাখার প্রধান সমন্বয়ক মনিরা শারমিনের সভাপতিত্বে উপস্থিত ছিলেন- এনসিপির রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ইমরান ইমন। সমন্বয় সভায় জেলা উপজেলার নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

মৃত্যু ছাড়া কিছু উপদেষ্টার কোনো সেফ এক্সিট নেই: সারজিস

আপডেট সময়ঃ ০৪:০৮:২০ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ অক্টোবর ২০২৫

এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, কিছু উপদেষ্টাদের মধ্যে দায়সারা কর্মকাণ্ড পরিলক্ষিত হচ্ছে। তারা কোনোভাবে একটা দায়সারা দায়িত্ব পালন করে নির্বাচনের মধ্য দিয়ে এক্সিট নিতে পারলেই যেন বেঁচে যান। কিন্তু এত এত শহীদের রক্তের ওপর দাঁড়িয়ে তা কোনোভাবেই হতে দেওয়া হবে না। যারা এ ধরনের চিন্তা করেন, তাদের জন্য পৃথিবীতে মৃত্যু ছাড়া কোনো সেফ এক্সিট নেই।

মঙ্গলবার (৭ অক্টোবর) দুপুরে নওগাঁয় এনসিপির জেলা কমিটির সমন্বয় সভায় এসব কথা বলেন সারজিস আলম।

তিনি আরও বলেন, নির্বাচন কমিশন জাতীয় লীগ নামে একটি দলকে নিবন্ধন দিতে উঠেপড়ে লেগেছে। অথচ টয়লেটের পাশে ছোট্ট একটা ঘর ছাড়া আর কিছুই নেই। যেকোনো রাজনৈতিক দলকে নিবন্ধন দিতে গেলে আগের ক্রাইটেরিয়া মানলে হবে না। অবশ্যই সবকিছু যাচাই-বাছাই করেই এই প্রক্রিয়া সম্পন্ন করতে হবে।

সারজিস বলেন, বাংলাদেশের ভালো মানুষরা সবাই একত্রিত হয়ে একটি রাজনৈতিক দল করতে চাইলে পারে। কিন্তু আওয়ামী লীগের যেকোনো ভার্সন বাংলাদেশে অভ্যুত্থান পরবর্তীতে কোনোভাবেই প্রাসঙ্গিক না। এনসিপি তা কখনোই মেনে নিবে না।

সমন্বয় সভায় জাতীয় নাগরিক পার্টির যুগ্ম আহ্বায়ক ও নওগাঁ জেলা শাখার প্রধান সমন্বয়ক মনিরা শারমিনের সভাপতিত্বে উপস্থিত ছিলেন- এনসিপির রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ইমরান ইমন। সমন্বয় সভায় জেলা উপজেলার নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।