স্পোর্টস ডেস্ক:
কোপা আমেরিকার ফাইনালে মারাত্মক চোট পেয়ে পুরো ম্যাচ খেলতে পারেননি লিওনেল মেসি। পায়ের গোড়ালির সেই ইনজুরি থেকে এখনো সেরে উঠতে পারেননি তিনি। এবার তার মাঠে ফেরার বিষয়ে কথা বলেছেন ইন্টার মায়ামির কোচ টাটা মার্টিনো।
এখনো পুনর্বাসন প্রক্রিয়ার মধ্য দিয়ে আছেন মেসি।
নিয়মিত জিমে যাচ্ছেন। তবে অনুশীলন শুরু করতে পারেননি। অনুশীলনে ফিরতে সময় লাগবে।
মার্টিনো বলেছেন, ‘লিও’র ইনজুরির অবস্থা দিনকে দিন ভালো হচ্ছে।
সে এখনো জিমে ট্রেনিং করছে। মাঠে এখনো শুরু করেনি। তবে সে দ্রুত সেরে উঠছে। তার সেরে ওঠার ক্ষেত্রে আমরা যে সময়টা নির্ধারণ করেছিলাম, আশা করছি তার মধ্যেই সেরে উঠতে পারবে।
’
ইনজুরিতে পড়ার পর জানা গিয়েছিল মেসির সেরে উঠতে চার থেকে ছয় সপ্তাহ সময় লাগবে। সে হিসেবে চলতি মাসেই ইনজুরিমুক্ত হয়ে মাঠে নামতে পারবেন তিনি।
স্থানীয় সময় আজ বৃহস্পতিবার রাতে লিগস কাপের ম্যাচের শেষ-৩২ এর লড়াইয়ে টরন্টো এফসির মুখোমুখি হবে মায়ামি। এই ম্যাচে মেসি খেলতে না পারলেও খেলবেন উরুগুইয়ান তারকা লুইস সুয়ারেজ। সম্প্রতি তিনিও হাঁটুর ইনজুরি থেকে সেরে উঠেছেন।