নিজস্ব প্রতিবেদক :
সামাজিক যোগাযোগ মাধ্যমে (ফেসবুক) বিভিন্ন নামে ভুয়া অ্যাকাউন্ট খুলে বিভিন্ন বিশিষ্টব্যক্তিকে অশ্লীল ছবি, ভিডিও দিয়ে কু-প্রস্তাব দেওয়া ও ব্লাকমেইল করা এক প্রতারককে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর (গোয়েন্দা) পুলিশের ডিবি-সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম বিভাগ। গ্রেপ্তার ব্যক্তির নাম সাদ্দাম হোসেন ওরফে রিজভী (২২)। এ সময় তার কাছ থেকে একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়। একই সঙ্গে ভুয়া নামে পাঁচটি ফেসবুক আইডি পাওয়া যায়। আজ মঙ্গলবার দুপুরে ডিবি-সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মোহাম্মদ তারেক বিন রশিদ এ তথ্য জানান। তিনি বলেন, সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার ফজলুর রহমানের তত্ত্বাবধানে অর্গানাইজড ক্রাইম ইনভেস্টিগেশন টিমের টিম লিডার অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মো. নাজমুল হক ও সহকারী পুলিশ কমিশনার জুয়েল রানার নেতৃত্বে বনানী থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে একটি মামলার (মামলা নং-২১) ছায়া তদন্ত করে তথ্য-প্রযুক্তির সহায়তায় অজ্ঞাতপরিচয়ের একজনকে চট্টগ্রামের খুলশীতে শনাক্ত করা হয়। এরপর অভিযান পরিচালনা করে অভিযুক্ত সাদ্দাম হোসেন ওরফে রিজভীকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার রিজভী প্রথমে বিভিন্ন নামে ভুয়া ফেসবুক আইডি খুলতো। এরপর ওই ভুয়া আইডি থেকে বিভিন্ন ব্যাক্তিকে আপত্তিকর ও কুরুচিপূর্ণ ছবি ভিডিও ও বিভিন্ন ধরনের কুপ্রস্তাব দিতেন। যদি কেউ তার প্রস্তাবে রাজি হতেন তাহলে মেসেঞ্জারের মাধ্যমে বিভিন্ন আপত্তিকর টাইপ টেক্সট/ছবি আদান প্রদান করতো। পরবর্তীতে ওই ব্যাক্তিকে মেসেঞ্জারের চ্যাটিং ফাঁস করে দেওয়ার কথা বলে টাকা দাবি করতো। কেউ একবার টাকা দিলেও তার কাছে পুনরায় টাকা চাইতো। এই প্রতারক বিভিন্ন নামে-বেনামে ফেসবুক আইডি খুলে ব্ল্যাকমেইল করার উদ্দেশ্যে নাম প্রকাশে অনিচ্ছুক এক প্রবীণ রাজনৈতিক ব্যাক্তিকে বেশ কিছুদিন ধরে অশ্লীল ছবি ও বিভিন্ন ধরনের আপত্তিকর ও কু-রুচিপূর্ণ কন্টেন্ট পাঠায়। ভুক্তভোগী ব্যক্তি তাকে বিভিন্নভাবে নিষেধ করার পরেও গ্রেপ্তার রিজভী অনবরত অশ্লীল ছবি ও বিভিন্ন বাজে কন্টেন্ট পাঠাচ্ছিল। যার প্রেক্ষিতে তিনি থানায় মামলা করেন। গ্রেপ্তার হওয়া ব্যক্তির কাছ থেকে জব্দ করা মোবাইল ও ফেসবুক মেসেঞ্জারের চ্যাটিং হিস্ট্রি পর্যালোচনা করে দেখা যায়, এই সাইবার প্রতারক শত শত লোকের সঙ্গে ভুয়া আইডি দিয়ে আপত্তিকর চ্যাটিং করেছে ও বিভিন্ন কৌশলে তাদের কাছ থেকে টাকা হাতিয়ে নিয়েছেন। সাদ্দাম হোসেন ওরফে রিজভীর সঙ্গে আরও কেউ জড়িত আছে কি না তা জিজ্ঞাসাবাদ চলছে। তাকে সাত দিনের রিমান্ডের আবেদনসহ আদালতে প্রেরণ করা হয়েছে বলেও জানান গোয়েন্দা পুলিশের এই কর্মকর্তা। একই সঙ্গে সাইবার প্রতারক থেকে সতর্ক থাকতে কয়েকটি পরামর্শ দিয়েছে ঢাকা মহানগর (গোয়েন্দা) পুলিশের ডিবি-সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম বিভাগ- অনলাইনে পরিচিত ব্যক্তি ছাড়া বন্ধুত্বের অনুরোধ গ্রহণ না করা। অনলাইনে নিজের ব্যক্তিগত ছবি বা ভিডিও ও তথ্য কাউকে না পাঠানো। অপরিচিত কোনো ব্যক্তি থেকে আসা ফ্রেন্ড রিকোয়েস্ট অথবা মেসেজ রিকোয়েস্ট এড়িয়ে যেতে হবে।
সর্বশেষঃ
মেসেঞ্জারে আপত্তিকর ছবি পাঠিয়ে শতাধিক ব্যক্তির সঙ্গে প্রতারণাকারী গ্রেপ্তার
-
দৈনিক আইন বার্তা
- আপডেট সময়ঃ ০৮:০৭:২৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ জুলাই ২০২২
- ১৭০ বার পড়া হয়েছে
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ