ঢাকা, বৃহস্পতিবার, ০৪ সেপ্টেম্বর ২০২৫ | ই-পেপার

রংপুরে ইউনাইটেড হাসপাতালে অভিযান: ভুয়া চিকিৎসকে তিন মাসের জেল

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময়ঃ ১১:৫৬:৫২ অপরাহ্ন, বুধবার, ৩ সেপ্টেম্বর ২০২৫
  • / ১৯ বার পড়া হয়েছে

রংপুর, ৩ সেপ্টেম্বর ২০২৫* — রংপুর নগরীর মেডিকেল মোড় এলাকায় অবস্থিত বেসরকারি ইউনাইটেড হাসপাতালে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে। লাইসেন্স নবায়ন না থাকা ও অনুপযুক্ত পরিবেশে চিকিৎসাসেবা পরিচালনার দায়ে হাসপাতালটিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। একইসঙ্গে, অর্ধেক সিজার অপারেশন একজন ভুয়া চিকিৎসকের মাধ্যমে সম্পন্ন করার অভিযোগে তাকে তিন মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।

অভিযান চলাকালে দেখা যায়, গাইনি চিকিৎসক ডা. রিফাত আরা — যিনি একজন সরকারি কর্মকর্তা — অফিস চলাকালীন সময়ে সরকারি দায়িত্ব ফাঁকি দিয়ে ইউনাইটেড হাসপাতালে সিজারিয়ান অপারেশন শুরু করেন। তবে তিনি অপারেশন শেষ না করেই দ্রুত হাসপাতাল ত্যাগ করেন। পরবর্তীতে অপারেশনের বাকি অংশ সম্পন্ন করেন প্রশান্ত নামের এক ব্যক্তি, যিনি কোনো চিকিৎসক নন।

ভ্রাম্যমাণ আদালত ঘটনাস্থলে উপস্থিত হয়ে প্রশান্তকে হাতেনাতে আটক করে এবং চিকিৎসক পরিচয় প্রমাণে ব্যর্থ হওয়ায় তাকে তিন মাসের কারাদণ্ড প্রদান করে। একইসাথে, অননুমোদিত পরিবেশে চিকিৎসা কার্যক্রম চালানো এবং লাইসেন্স নবায়ন না করার অপরাধে হাসপাতাল কর্তৃপক্ষকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

রংপুর জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এই অভিযান পরিচালনা করেন। তিনি জানান, “জনস্বাস্থ্যের নিরাপত্তার জন্য এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। একজন ভুয়া ব্যক্তি দিয়ে অপারেশন করানো অত্যন্ত গুরুতর অপরাধ। তদন্তের ভিত্তিতে দোষীদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

ঘটনার পর থেকে হাসপাতালটি সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে এবং ডা. রিফাত আরার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট দপ্তরে প্রতিবেদন পাঠানো হয়েছে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

রংপুরে ইউনাইটেড হাসপাতালে অভিযান: ভুয়া চিকিৎসকে তিন মাসের জেল

আপডেট সময়ঃ ১১:৫৬:৫২ অপরাহ্ন, বুধবার, ৩ সেপ্টেম্বর ২০২৫

রংপুর, ৩ সেপ্টেম্বর ২০২৫* — রংপুর নগরীর মেডিকেল মোড় এলাকায় অবস্থিত বেসরকারি ইউনাইটেড হাসপাতালে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে। লাইসেন্স নবায়ন না থাকা ও অনুপযুক্ত পরিবেশে চিকিৎসাসেবা পরিচালনার দায়ে হাসপাতালটিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। একইসঙ্গে, অর্ধেক সিজার অপারেশন একজন ভুয়া চিকিৎসকের মাধ্যমে সম্পন্ন করার অভিযোগে তাকে তিন মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।

অভিযান চলাকালে দেখা যায়, গাইনি চিকিৎসক ডা. রিফাত আরা — যিনি একজন সরকারি কর্মকর্তা — অফিস চলাকালীন সময়ে সরকারি দায়িত্ব ফাঁকি দিয়ে ইউনাইটেড হাসপাতালে সিজারিয়ান অপারেশন শুরু করেন। তবে তিনি অপারেশন শেষ না করেই দ্রুত হাসপাতাল ত্যাগ করেন। পরবর্তীতে অপারেশনের বাকি অংশ সম্পন্ন করেন প্রশান্ত নামের এক ব্যক্তি, যিনি কোনো চিকিৎসক নন।

ভ্রাম্যমাণ আদালত ঘটনাস্থলে উপস্থিত হয়ে প্রশান্তকে হাতেনাতে আটক করে এবং চিকিৎসক পরিচয় প্রমাণে ব্যর্থ হওয়ায় তাকে তিন মাসের কারাদণ্ড প্রদান করে। একইসাথে, অননুমোদিত পরিবেশে চিকিৎসা কার্যক্রম চালানো এবং লাইসেন্স নবায়ন না করার অপরাধে হাসপাতাল কর্তৃপক্ষকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

রংপুর জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এই অভিযান পরিচালনা করেন। তিনি জানান, “জনস্বাস্থ্যের নিরাপত্তার জন্য এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। একজন ভুয়া ব্যক্তি দিয়ে অপারেশন করানো অত্যন্ত গুরুতর অপরাধ। তদন্তের ভিত্তিতে দোষীদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

ঘটনার পর থেকে হাসপাতালটি সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে এবং ডা. রিফাত আরার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট দপ্তরে প্রতিবেদন পাঠানো হয়েছে।