রণবীরের সিনেমার সেটে অগ্নিকান্ড, নিহত ১

দৈনিক আইন বার্তা
- আপডেট সময়ঃ ০৮:৫১:৪৯ অপরাহ্ন, শনিবার, ৩০ জুলাই ২০২২
- / ৩৭০ বার পড়া হয়েছে
বিনোদন ডেস্ক : রণবীর কাপুর ও শ্রদ্ধা কাপুর অভিনীত ‘অ্যানিমেল’ সিনেমার শুটিং সেটে আগুন লাগার ঘটনায় একজনের মৃত্যু হয়েছে। লাভ রঞ্জন পরিচালিত এ সিনেমার সেটে শুক্রবার ভারতীয় সময় বিকেল সাড়ে ৪টা নাগাদ আগুন লাগে। হিন্দুস্তান টাইমস জানিয়েছে, এক যুবককে উদ্ধার করে মুম্বাইয়ের কুপার হাসপাতালে নেওয়া হলে তাঁকে মৃত ঘোষণা করা হয়। যদিও এখনও সে যুবকের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। জানা গেছে, আন্ধেরির সদর বাজারের কাছে চিত্রকূট গ্রাউন্ডে এক হাজার বর্গফুট জায়গাজুড়ে সেট ফেলে চলছিল সিনেমার শুটিং। রাত সাড়ে ১০টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। এ দুর্ঘটনার কারণে আপাতত পিছিয়ে দেওয়া হয়েছে সিনেমার শুটিং। ২০২৩ সালের ৮ মার্চ মুক্তির অপেক্ষায় থাকা ‘অ্যানিমেল’ সিনেমায় আরও অভিনয় করছেন ডিম্পল কাপাডিয়া ও বনি কাপুর। রশ্মিকা মান্দানারও অভিনয়ের কথা আছে এ সিনেমায়।
ট্যাগস :