রবিবার থেকে লাগাতার আন্দোলনে যাচ্ছেন শিক্ষকরা
- আপডেট সময়ঃ ০৫:৫২:৫১ অপরাহ্ন, শনিবার, ১১ অক্টোবর ২০২৫
- / ৭৪ বার পড়া হয়েছে
মূল বেতনের ২০ শতাংশ বাড়ি ভাড়া ভাতার দাবিতে রোববার থেকে জাতীয় প্রেস ক্লাবের সামনে লাগাতার অবস্থান কর্মসূচিতে যাচ্ছেন এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা।
এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের অন্তর্ভুক্ত শিক্ষক-কর্মচারী সংগঠনগুলো এ কর্মসূচি চালাবে বলে জানিয়েছেন জোটের সদস্য সচিব দেলাওয়ার হোসেন আজিজী।
গত ৩০ সেপ্টেম্বর এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বাড়ি ভাড়া ৫০০ টাকা বাড়ায় সরকার। বিষয়টি ৫ অক্টোবর প্রকাশ্যে তা প্রত্যাখ্যান করে আন্দোলনের ডাক দেন শিক্ষক নেতারা।
এরপর গত ৬ অক্টোবর শিক্ষা মন্ত্রণালয়ের তরফে শিক্ষক-কর্মচারীদের বাড়ি ভাড়া ভাতা অন্তত দুই হাজার বা তিন হাজার টাকা করার প্রস্তাব অর্থ বিভাগে পাঠানো হয়েছে।
জোটের সদস্য সচিব দেলাওয়ার হোসেন আজিজী শনিবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “৫০০ টাকা বাড়ি ভাড়া ভাতা বৃদ্ধি আমরা প্রত্যাখ্যান করেছি। এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা কমপক্ষে মূল বেতনের ২০ শতাংশ হারে বাড়ি ভাড়া চান।
“এর সঙ্গে আমাদের চিকিৎসা ভাতা ৫০০ টাকা থেকে বাড়িয়ে ১ হাজার ৫০০ টাকা করা এবং এমপিওভুক্ত কর্মচারীদের উৎসব ভাতা মূল বেতনের ৫০ শতাংশ থেকে বাড়িয়ে ৭৫ শতাংশ করার দাবি জানিয়ে আমরা রোববার সকাল থেকে জাতীয় প্রেস ক্লাবের সামনে অবস্থান নেব। দাবি বাস্তবায়ন করে প্রজ্ঞাপন জারি না হওয়া পর্যন্ত আমাদের লাগাতার অবস্থান চলবে।”
বেসরকারি এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীরা প্রতি মাসে বেতনের মূল অংশ এবং কিছু ভাতা সরকার থেকে পান। তারা মূল বেতনের সঙ্গে মাসে ৫০০ টাকা চিকিৎসা ভাতা পান। আর বাড়ি ভাড়া পেতেন ১০০০ টাকা, যা বাড়িয়ে ১৫০০ টাকা করা হয়েছে।
এমপিওভুক্ত শিক্ষকরা আগে মূল বেতনের ২৫ শতাংশ হারে বছরে দুইটি উৎসব ভাতা পেতেন। গত মে মাসে তা বৃদ্ধি করার পর তারা ৫০ শতাংশ হারে উৎসব ভাতা পাচ্ছেন। সেই সময় থেকে একই হারে কর্মচারীদেরও উৎসব ভাতা কার্যকর হয়েছে। এর বাইরে শিক্ষক-কর্মচারীরা বছরে একবার মূল বেতনের ২০ শতাংশ হারে বৈশাখী ভাতা পান।






















