নিজস্ব প্রতিবেদক :
আসন্ন রমজানের প্রথম দিন থেকেই ভেজালবিরোধী অভিযান শুরু করবে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই)। রাজধানীতে প্রতিদিন তিনটি ও জেলা-উপজেলা পর্যায়ে একটি করে মোবাইল কোর্ট পরিচালিত হবে। আজ বুধবার সকালে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান। তিনি বলেন, অভিযানের সময় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর ও নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করা হবে। এদিকে, ইফতার ও সেহরির জন্য খোলা বাজার থেকে ৭৩৭টি খাদ্যপণ্যের নমুনা সংগ্রহ করেছে বিএসটিআই। এর মধ্যে ৫৫৯টি নমুনার পরীক্ষা সম্পন্ন হয়েছে, যেখানে ৪৭টি পণ্য নি¤œমানের হিসেবে শনাক্ত করা হয়েছে। মানহীন পণ্যের তালিকায় রয়েছে প্রাণিজ ঘি, ফ্রুটস ড্রিংক, লবণ, সরিষার তেল, মুড়ি, লাচ্ছা সেমাই ও মসলা। শিল্প উপদেষ্টা আরও বলেন, গত চার মাসে ৪৭১টি মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে, যার মধ্যে ৪২৮টি মামলায় সাজা দেওয়া হয়। তিন জনকে কারাদ- দেওয়া হয় এবং ২৩টি প্রতিষ্ঠান সিলগালা করা হয়।
সর্বশেষঃ
রমজানে ভেজালবিরোধী অভিযানে নামছে বিএসটিআই: শিল্প উপদেষ্টা আদিলুর রহমান
-
দৈনিক আইন বার্তা
- আপডেট সময়ঃ ১০:২৩:৪৯ অপরাহ্ন, বুধবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৫
- ৫৪ বার পড়া হয়েছে
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ