রাজশাহীতে জোরপূর্বক জমি দখল করে রাস্তা করার প্রতিবাদে সংবাদ সম্মেলন
- আপডেট সময়ঃ ০৬:৪২:২০ অপরাহ্ন, রবিবার, ১২ অক্টোবর ২০২৫
- / ৫৫ বার পড়া হয়েছে
রাজশাহী ব্যুরো: রাজশাহীর মহানগরীর চন্দ্রিমা থানা ও ওয়ার্ড জামায়াতের নেতৃবৃন্দের সরাসরি সহায়তায় ভূমিদস্যু কর্তৃক মেহেরচন্ডি পূর্বপাড়ায় বাড়ির জমির বাউন্ডারী দেয়াল ভেঙ্গে জোরপূর্বক রাস্তার করার প্রতিবাদে এবং সম্পত্তি, দেয়ালের ইট ও কর্তনকৃত গাছ উদ্ধারের দাবীতে সংবাদ সম্মেলন করেছে এক ভূক্তভোগি পরিবার। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করে শোনান জমির মালিক ফারুক হুসাইন। তিনি উল্লেখ করেন রাজশাহী মহানগরীর বোয়ালিয়া থানাধীন মেহেরচন্ডী মৌজায় .১১৬৫ একর জমি ১৯৯৬ সালের ১২ ফেব্রুয়ারী নাটোরের আলফাজ হোসেন এর ছেলে মহীউদ্দিন এর নিকট হতে ক্রয় করেন। সেইসাথে ঐ সম্পত্তি খারিজ করে হালসন নাগাদ খাজনা পরিশোধ করে আসছেন। যার জে.এল.নং ১৩৭, প্রস্তাবিত খতিয়ান নং- ২১৬৫, আর.এস খতিয়ান নং- ২৩৮, আর.এর দাগ নং- ২৬০৮, পরিমান .১১৬৫। ঐ সম্পত্তিতে তিনি বাড়ি করে বসবাস করছেন। সেইসাথে নিরাপত্তার জন্য চারিদিকে বাউন্ডারী দেয়াল দিয়েছেন বলে উল্লেখ করেন তিনি।
তিনি আরো উল্লেখ করেন তার বাড়ির সম্পত্তি দখল করে রাস্তা করার জন্য পতিত সরকারের আমল থেকে উঠেপরে লেগে আছে। পতিত আওয়ামীলীগ সরকারের আমলে ঐ ভূমিদস্যুরা ২৬ নং ওয়ার্ড সাবেক কাউন্সিলর আকতারুজ্জামান কোয়েল এর সাথে যোগ সাজস করে তার সম্পত্তির বাউন্ডারী দেয়াল ভাঙ্গার চেষ্টা করেন। সেইসাথে তিনি একটি সালিশ করে দেন। যাহা সম্পুর্ন বায়াস্ট হয়ে তিনি বিবাদী পক্ষে করেছিলেন। এজন্য তারাা ঐ সালিশ অমান্য করলে কোয়েল জবরদস্তী শুরু করেন। তাদের অপততপরতা রুখতে এবং বাউন্ডারী দেয়াল ভাঙ্গার উপরের চিরস্থায়ী নিষেধাজ্ঞা চেয়ে একটি রাজশাহী জেলা সদর সিনিয়র সহকারী জজ আদালতে মেহেরচন্ডী পূর্বপাড়া মহল্লার শামসুদ্দীন এর ছেলে আনিছুর রহমান, তসলিম উদ্দীন এর ছেলে আব্দুল হামিদ, খাইরুল ইসলাম এর ছেলে তাহাসিন আলী, ইমাম হোসেন এর ছেলে মখলেসুর রহমান দুলাল এর বিরুদ্ধে তিনি মামলা করেন। ঐ মামলা এখনো চলমান রয়েছে। এছাড়াও সুবিধাবাদী অত্র এলাকার মন্ডল প্রধান ফজো মন্ডলের ছেলে সোহেলও তাদের সাথে এক হয়ে সহযোগিতা করছেন।
তিনি উল্লেখ করেন তিনি সোনালী ব্যাংক লিঃ মতিহার শাখা, রাজশাহীর নিকট জমির সমস্ত দলিল ও পর্চাসমুহ বন্ধক রেখে ঋণ নিয়ে উক্ত জমিতে স্থায়ীভাবে বাড়ী নির্মান করি এবং তখন থেকেই সেখানে তারা পরিবার নিয়ে বসবাস করছেন। দীর্ঘদিন থেকে তাদের পেছনে ষড়যন্ত্র করে তার জায়গা দিয়ে রাস্তা তৈরী করার। পতিত সরকারের আমলে না পারলেও এ সময়ে এসে ভূমি দস্যুরা জামায়াতের মতিহার থানার আমির মোজাম্মেল ও ২৬নং ওয়ার্ড জামায়াত এর আমির মিলন সরাসরি উপস্থিত থেকে হুকুম দিয়ে ১০-১০-২০২৫ ইং রোজ শুক্রবার তাদের অবর্তমানে তারা এই দখল দারিত্বের তান্ডবলিলা চালিয়েছে এবং তা এখনও চলমান। ভুমিদস্যুরা তাদের বাড়ীর উত্তর, পূর্ব ও পশ্চিম দিকের বাউন্ডারী প্রাচীর জোরপূর্বক ভেঙ্গে এবং কিছু গাছ কেটে ফেলে রাস্তা বানিয়েছে। এ নিয়ে চন্দ্রিমা থানায় জানালে পুলিশ ঘটনাস্থলে আসেন এবং ভূমি দস্যুদের বাউন্ডারী ভাঙ্গতে নিষেধ করেন। কিন্তু পুলিশের নির্দেশনা অমান্য করে ইতিমধ্যে ওয়াল ভেঙ্গে রাস্তা বানিয়ে নিয়েছে। এ নিয়ে বলতে গেলে ঐ ভূমি দস্যূরা জামায়াতের নেতৃবৃন্দের সহযোগিতায় তাদের ভয়ভীতি ও জীবন নাশের হুমকী দিচ্ছে।
তিনি আরো উল্লেখ করেন তাদের বাড়ির জমি এবং জীবন রক্ষাতে বিভাগীয় কমিশনার, আরএমপি কমিশনার, জেলা প্রশাসক বরাবরে অভিযোগ প্রদান করেন। তিনি একজন নিরিহ ও অবসরপ্রাপ্ত একজন চাকুরীজীবী মানুষ। তার ভাইয়েরাও চাকরী করে জীবন ধারণ করেন। তাদের পক্ষে কোনভাবেই রাজনৈতিক দলের নেতাকর্মী ও ভূমিদস্যুদের সাথে পেরে ওঠা সম্ভব নয়। তারা আইনের প্রতি শ্রদ্ধাশীল। তাদের বসবাসরত সম্পত্তি, তৈরীকৃত বাউন্ডারী প্রাচীর ও কেটে ফেলা গাছগুলো উদ্ধারের জন্য সংশ্লিষ্ট সহযোগীতা কামনা করেন। সেইসাথে ভূমিদস্যুদের আইনের আওতায় এনে কঠোর শাস্তির দাবী জানান। এ সময়ে উপস্থিত ছিলেন ফারুক হুসাইন এর স্ত্রী হাসনারা খাতুন এবং ছেলে ইসাব মারয়াম উৎস।
এ বিষয়ে জানতে চাইলে আনিছুর রহমান রহমানকে মোবাইলে কল করলে তার মোবাইল বন্ধ পাওয়া যায়। এছাড়াও মতিহার থানা জামায়াতের আমির মোজাম্মেল কল রিরিভ করেননি। তবে ২৬নং ওয়ার্ড জামায়াতের আমির মিলন বলেন, তাদের বিরুদ্ধে আনিত অভিযোগ মিথ্যা ও বানোয়াট। ঐ কাজের সঙ্গে তাদের কোন সংশ্লিষ্টতা নাই।

























