নিজস্ব প্রতিবেদক :
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে আপিল বিভাগের বিচারপতি এ কে এম আসাদুজ্জামান ও বিচারপতি ফারাহ মাহবুব সাক্ষাৎ করেছেন। গত বৃহস্পতিবার সন্ধ্যায় বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন তারা। পরে এ বিষয়ে শুক্রবার সুপ্রিম কোর্টের গণসংযোগ কর্মকর্তা শফিকুল ইসলাম তথ?্য নিশ্চিত করেন। শফিকুল ইসলাম বলেন, সাক্ষাৎকালে তারা রাষ্ট্রপতির সঙ্গে কুশলাদি বিনিময় করেন। রাষ্ট্রপতি আপিল বিভাগের নব-নিয়োগপ্রাপ্ত দুই বিচারপতিকে অভিনন্দন জানান। তিনি তাদের ন্যায়বিচার প্রতিষ্ঠার আহ্বান জানান। এর আগে গত ২৪ মার্চ সুপ্রিম জুডিসিয়াল এপোয়েন্টমেন্ট কাউন্সিলের সুপারিশ অনুযায়ী প্রধান বিচারপতির সঙ্গে পরামর্শক্রমে রাষ্ট্রপতি বিচারপতি এ কে এম আসাদুজ্জামান ও বিচারপতি ফারাহ মাহবুবকে আপিল বিভাগে নিয়োগ প্রদান করেন। পরদিন ২৫ মার্চ আপিল বিভাগে নিয়োগ পাওয়া দুই বিচারপতিকে শপথবাক্য পাঠ করান প্রধান বিচারপতি।
সর্বশেষঃ
রাষ্ট্রপতির সঙ্গে আপিল বিভাগের নতুন দুই বিচারপতির সাক্ষাৎ
-
দৈনিক আইন বার্তা
- আপডেট সময়ঃ ০৯:৩৮:৩২ অপরাহ্ন, শুক্রবার, ৪ এপ্রিল ২০২৫
- ৬ বার পড়া হয়েছে
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ