রাষ্ট্রপতির সাথে নবনিযুক্ত ২৫ বিচারপতির সাক্ষাৎ

- আপডেট সময়ঃ ০৯:৪৪:৪৫ অপরাহ্ন, বুধবার, ৩ সেপ্টেম্বর ২০২৫
- / ১৭ বার পড়া হয়েছে
নিজস্ব প্রতিবেদক :
ঢাকা, ৩ সেপ্টেম্বর ২০২৫: বাংলাদেশ সুপ্রীম কোর্টের হাইকোর্ট বিভাগের নবনিযুক্ত ২৫ জন বিচারপতি আজ বুধবার (৩ সেপ্টেম্বর) দুপুর ১টা ৩০ মিনিটে বঙ্গভবনে মহামান্য রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিনের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন।
সাক্ষাৎকালে রাষ্ট্রপতি নবনিযুক্ত বিচারপতিদের অভিনন্দন জানিয়ে বলেন, উচ্চ আদালতে নতুন বিচারপতি নিয়োগের ফলে বিচার কার্যক্রম আরও ত্বরান্বিত হবে এবং বিচারপ্রার্থীরা দ্রুত ন্যায়বিচার পাবেন।
তিনি বিচারপতিদের দক্ষতা, মেধা ও সততা কাজে লাগিয়ে বিচার সেবার মানোন্নয়নে আত্মনিয়োগ করার আহ্বান জানান।
রাষ্ট্রপতি আশা প্রকাশ করেন, নবনিযুক্ত বিচারপতিরা মামলা জট দ্রুত নিষ্পত্তিতে কার্যকর ভূমিকা রাখবেন। এসময় বিচারপতিরা রাষ্ট্রপতিকে অবহিত করেন যে তাঁরা ন্যায়বিচার প্রতিষ্ঠায় সর্বদা সচেষ্ট থাকবেন।
উল্লেখ্য, গত ২৫ আগস্ট ২০২৫ তারিখে রাষ্ট্রপতির আদেশক্রমে আইন মন্ত্রণালয়ের সচিব শেখ আৰু তাহের স্বাক্ষরিত প্রজ্ঞাপনে সংবিধানের ৯৫(১) ও ৯৮ অনুচ্ছেদ অনুযায়ী হাইকোর্ট বিভাগে নতুন ২৫ জনকে অতিরিক্ত বিচারক হিসেবে নিয়োগ দেওয়া হয়। শপথ গ্রহণের তারিখ থেকে অনধিক ২ বছরের জন্য তাঁদের এ নিয়োগ কার্যকর হবে। ২৬ আগস্ট প্রধান বিচারপতি নতুন বিচারপতিদের শপথ বাক্য পাঠ করান।