রায়পুরে উপজেলা কর্মকর্তার সাথে রিপোর্টার্স ইউনিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত

- আপডেট সময়ঃ ১১:৩৩:৩৯ অপরাহ্ন, শনিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৫
- / ১৯ বার পড়া হয়েছে
বিশেষ প্রতিনিধি – লক্ষ্মীপুর
লক্ষ্মীপুরের রায়পুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ইমরান খান ও রায়পুর রিপোর্টার্স ইউনিটির সাংবাদিকদের মধ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকাল ৫.০০ ঘটিকায় উপজেলা পরিষদ সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় রায়পুর রিপোর্টার্স ইউনিটির সভাপতি ও দৈনিক আইন বার্তার লক্ষ্মীপুর জেলার বিশেষ প্রতিনিধি অ্যাডভোকেট আব্দুল জাব্বার ফরিদ, সাধারণ সম্পাদক ও দৈনিক সরে জমিন পত্রিকার রায়পুর উপজেলা প্রতিনিধি মাহবুব রহমান শিপন পাটোয়ারী, সহ-সভাপতি ও দৈনিক অনুসন্ধান পত্রিকার জেলা প্রতিনিধি এডভোকেট রফিক উল্লাহ সোহাগ, সহ-সভাপতি ও জাকির হোসেন দিদার, সিনিয়র সহ-সভাপতি শাহপরান আরিফ, সিনিয়র সদস্য অ্যাডভোকেট আব্দুল্লাহ আল মাহমুদসহ সংগঠনের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।
রায়পুর রিপোর্টার্স ইউনিটির সভাপতি অ্যাডভোকেট আব্দুল জাব্বার তাঁর আলোচনায় রায়পুর উন্নয়ন, আইনশৃঙ্খলা, মাদক নিয়ন্ত্রণ, পরিবেশ সংরক্ষণ, যানজট নিরসন, রাস্তাঘাট সংস্কারের মাধ্যমে চলাচলের উপযোগী করা, যথাযথ চিকিৎসা সেবা প্রদান, ইলিশ মাছের মূল্য নিয়ন্ত্রণে সিন্ডিকেটের বিরুদ্ধে জরুরি অভিযান করে তা ভেঙে দিয়ে ইলিশ মাছ সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে নিয়ে আসা, উপজেলার প্রাথমিক -মাধ্যমিক -মাদ্রাসা -প্রাইভেট প্রতিষ্ঠানের শিক্ষা মান উন্নয়নের জন্য মনিটরিং বৃদ্ধির ব্যবস্থা করার ব্যবস্থা গ্রহণ করা এবং সামাজিক সমস্যা নিয়ে মতামত প্রদান করেন।
উপস্থিত অন্যান্য সাংবাদিকরা উপজেলার সার্বিক পরিস্থিতি তুলে ধরে বিভিন্ন সমস্যা ও তার সমাধানের প্রস্তাব উপস্থাপন করেন।
রায়পুর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাংবাদিকদের প্রস্তাব, অভিযোগ ও বিভিন্ন প্রশ্নের উত্তরে বলেন- উপজেলা প্রশাসন স্থানীয় সমস্যাগুলো চিহ্নিত করে তা সমাধানে কাজ করছে এবং আপনাদের সহযোগিতার মাধ্যমে আরোও সকল সমস্যার তড়িৎ গতিতে করার চেষ্টা করা হবে। এবং কিশোর গ্যাং, মাদক, যানজট নিরসনে পরিবেশ ও শব্দ দূষণ নিয়ন্ত্রণে সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন তিনি।
এছাড়া রায়পুর উপজেলার উন্নয়নমূলক কর্মকাণ্ড ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়েও আলোচনা হয়। এসব পরিকল্পনা টেকসই বাস্তবায়নে সাংবাদিকসহ সবার সম্মিলিত প্রচেষ্টার প্রয়োজনীয়তার ওপর গুরুত্ব আরোপ করা হয়।